স্টারলিংক ইন্টারনেটে ৪২শ ও ৬ হাজারের প্যাকেজ, ব্যবহার করতে পারবেন কতজন?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ মে ২০২৫, ১০:৫৮ AM , আপডেট: ১৪ জুন ২০২৫, ০৪:০৯ PM
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান স্টারলিংক অফিসিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। প্রথমিকভাবে ৪২শ ও ৬ হাজার টাকার দুটি প্যাকেজে সেবা দেবে তারা। এর কোনও ডাটা লিমিট থাকবে না। একটি প্যাকেজ অনেকেই ব্যবহার করতে পারবেন। তবে যত বেশি লোক ব্যবহার করবেন, তত গতি কমবে।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব আজ মঙ্গলবার (২০ মে) এ তথ্য জানিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। গতকাল বিকালে তারা ফোন কলে আমাকে বিষয়টা জানিয়েছে এবং আজ সকালে তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে।’
তিনি আরও বলেন, ‘শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে- স্টার্লিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। একটি ৬ হাজার টাকা, অপরটি ৪ হাজার ২০০। তবে সেটাপ যন্ত্রপাতির জন্য এককালীন ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে।
বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন জানিয়ে তিনি বলেন, ‘এর মাধ্যমে ৯০ দিনের মধ্যে যাত্রা শুরুতে স্যারের প্রত্যাশাটি বাস্তবায়িত হলো। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।’
আরও পড়ুন: স্টারলিংকের বাংলাদেশে যাত্রা শুরু, গ্রাহকের নাগালেই দুই প্যাকেজ
পোস্টে আশিক নামে একজন প্রশ্ন করেন, ‘একসঙ্গে কতজন ব্যবহার করতে পারবেন?’ জবাবে ফয়েজ আহমদ তৈয়ব বলেন, ‘লিমিট নেই, সেক্ষেত্রে স্পীড কমে যাবে।’
সেটাপ যন্ত্রপাতির জন্য এককালীন ৪৭ হাজার টাকা খরচের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘ডিজিটাল উদ্যোক্তারা, গ্রামের বাজারের উদ্যোক্তাদের জন্য এটা কিছুই না। তারা বিকল্প ওয়াইফাই বিক্রি করবে। এখনো বহু টেলিকম কোম্পানি পুরো একটা টাওয়ার এ ৩০০ এম্বি ব্যান্ডউইডথ সরবরাহ করে মাত্র। এটা দিয়ে হাজার হাজার গ্রাহকদের সেবা দেয়। এই বিকল্প মাত্র ৪৭ হাজারে তৈরি হইল। আপনার দৃষ্টিভঙ্গি ব্যক্তিকেন্দ্রিক, আমাদের চিন্তা এবং কাজের ক্ষেত্রে ব্যবসা সম্প্রসারণ কেন্দ্রিক।’
স্টারলিং কি বাংলাদেশে সম্পূর্ণ স্যাটেলাইটভিত্তিক ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক সেবা দেবে, নাকি সরকারের কোনও গ্রাউন্ড স্টেশন আপলিংক কন্ট্রোল করে গ্রাহকদের কাছে পৌছাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা আছে। লোকাল গেইটওয়ে এবং গ্রাউন্ড স্টেশন থাকবে। এখন কমার্শিয়াল টেস্ট রান চলছে।’