আপনার-আমার চাকরি খেয়ে ফেলবে এআই: সতর্কবার্তা ফাইভার সিইওর
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৬ মে ২০২৫, ০৯:৪৯ AM , আপডেট: ১০ জুন ২০২৫, ০১:৪৪ AM
চাকরির বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত ও গভীর প্রভাব নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস ফাইভারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিকা কাউফম্যান। তিনি বলেন, এআইনির্ভর ভবিষ্যতের সঙ্গে টিকে থাকতে হলে প্রয়োজন নতুন দক্ষতা অর্জন এবং দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।
ফাইভারের একটি অভ্যন্তরীণ মেমোতে তিনি এই হুঁশিয়ারি দেন, যা পরে সামাজিকমাধ্যমেও শেয়ার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
মিকা কাউফম্যানের মতে, প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে অনলাইনভিত্তিক মার্কেটপ্লেস থেকে শুরু করে শিল্প-কারখানাগুলো পর্যন্ত বড় ধরনের রূপান্তরের সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিবর্তনের বাস্তবতা মাথায় রেখে ফ্রিল্যান্সার এবং চাকরিপ্রার্থীদের নিজের ক্যারিয়ার গঠনে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘কঠিন হলেও সত্য—আপনার চাকরির জন্য এআই এগিয়ে আসছে। এমনকি আমার চাকরিও হয়তো একদিন কেড়ে নেবে। এটি একপ্রকার ‘জেগে ওঠার ডাক’। আপনি প্রোগ্রামার হন বা ডিজাইনার, আইনজীবী হন বা বিক্রেতা—এআই সবাইকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘যেসব কাজকে একসময় সহজ মনে করা হতো, তা আজ বিলুপ্ত। আবার কঠিন কাজগুলো এখন অনেকটাই সহজ। আর যেগুলো এক সময় অসম্ভব বলে মনে হতো, এখন সেগুলোই আমাদের নতুন চ্যালেঞ্জ।’
ফাইভারের প্রধান নির্বাহী বলেন, ‘যদি আপনি আপনার ক্ষেত্রে অসাধারণ না হন, তাহলে কয়েক মাসের মধ্যেই আপনার চাকরি হুমকির মুখে পড়তে পারে।’ তাই তিনি কর্মীদের প্রতি আহ্বান জানান—নিজেকে আরও দক্ষ ও প্রস্তুত করে তোলার জন্য।
এআই প্রযুক্তি, বিশেষ করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস (LLMs) নিয়ে জানতে ও কাজ শিখতে উৎসাহ দেন কাউফম্যান। তিনি বলেন, যারা এসব বিষয়ে দক্ষতা অর্জনে পিছিয়ে পড়বেন, তাদের ক্যারিয়ারই ঝুঁকির মুখে পড়বে।
এমনকি প্রযুক্তি দুনিয়ার জায়ান্ট গুগলের ক্ষেত্রেও হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘গুগলও একসময় ‘সেকেলে’ হয়ে যেতে পারে।’