ডেডলাইনের মধ্যেই বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেল স্টারলিংক

স্টারলিংক
স্টারলিংক  © সংগৃহীত

বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট–সেবা চালুর জন্য স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংক ব্যবসা করার অনুমোদন পেয়েছে। স্টারলিংককে অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

আজ রবিবার (৬ এপ্রিল) বিকালে রাজধানীর ইস্কাটনে ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য দেন।

আশিক মাহমুদ বিন বলেন, ‘আমরা তাদের ৯০ দিনের মধ্যে কার্যক্রম পরিচালনার যে প্রতিশ্রুতি দিয়েছি, তার পরিপ্রেক্ষিতেই ২৯ মার্চ স্টারলিংককে অনুমোদন দেওয়া হয়েছে।’ বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিডা থেকে নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক। সেই নিবন্ধনও স্টারলিংককে দেওয়া হয়েছে।

বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, পরিচালনার জন্য স্টারলিংক নন- জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) লাইসেন্সের আবেদন করেছে। নিয়ম মেনে আবেদন করে থাকলে বিডা তাদের অনুমোদন দিবে এবং বাংলাদেশে তাদের ব্যবসা করার জন্য কোনো বাধা থাকবে না বলেও জানান তিনি। 

আগামী ৯ এপ্রিল বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের ভেন্যু রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট– সেবা ব্যবহার করা হবে। তখন সেখানে উপস্থিত সবাই এ ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেই সম্মেলনের সরাসরি সম্প্রচার করা হবে।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ও ইলন মাস্কের মধ্যে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট– সেবা চালুর সম্ভাবনা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence