প্রতীকী ছবি © সংগৃহীত
ছবি সম্পাদনার জন্য আলাদা অ্যাপ ব্যবহার করার দিন দ্রুত ফুরিয়ে আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে এখন এক ক্লিকেই ছবির রং, ব্যাকগ্রাউন্ড কিংবা পুরো স্টাইল বদলে ফেলা সম্ভব। সেই ধারাবাহিকতায় এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হতে যাচ্ছে নতুন এআই-নির্ভর ফটো এডিটিং সুবিধা, যা স্ট্যাটাস দেওয়ার অভিজ্ঞতাকে আরও সৃজনশীল করে তুলবে।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বর্তমানে ব্যবহারকারীদের জন্য একটি এআই-ভিত্তিক ছবি সম্পাদনার ফিচার পরীক্ষামূলকভাবে চালু করেছে। এর মাধ্যমে স্ট্যাটাস পোস্ট করার সময়ই ছবি এডিট করা যাবে, আলাদা কোনো তৃতীয় পক্ষের অ্যাপের প্রয়োজন হবে না। প্রথম ধাপে অ্যান্ড্রয়েড বেটা ভার্সনে এই সুবিধা পরীক্ষা করা হলেও এখন ধীরে ধীরে আইওএস বেটা ব্যবহারকারীদের কাছেও এটি পৌঁছাতে শুরু করেছে।
নতুন আপডেট পাওয়া কিছু আইফোন ব্যবহারকারী স্ট্যাটাস তৈরির সময় একটি আলাদা এডিটিং ইন্টারফেস দেখতে পাচ্ছেন। সেখানে বিল্ট-ইন ফিল্টারের পাশাপাশি যুক্ত রয়েছে এআই টুল, যা দিয়ে সহজেই ছবি পরিবর্তন করা যাচ্ছে। ফলে হোয়াটসঅ্যাপেই বসে ব্যবহারকারীরা দ্রুত ও সহজভাবে ছবি সম্পাদনা করতে পারবেন।
মেটা এআই-এর সহায়তায় হোয়াটসঅ্যাপ একাধিক নতুন এআই স্টাইলও পরীক্ষা করছে। এর মধ্যে রয়েছে অ্যানিমে, কমিক বুক, ক্লে, পেইন্টিং, থ্রিডি, কাওয়াই এবং ভিডিও গেম-অনুপ্রাণিত স্টাইল। এগুলো সাধারণ ফিল্টারের মতো নয়; বরং এআই পুরো ছবিটিকে নতুন ভিজ্যুয়াল রূপে রূপান্তর করে দেয়। ব্যবহারকারীরা চাইলে একই স্টাইলে বারবার নতুন ছবি তৈরি করার সুযোগও পাবেন।
এআই টুল ব্যবহারে শুধু স্টাইল বদল নয়, ছবির অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলা, নতুন অবজেক্ট যোগ করা, দৃশ্য পরিবর্তন কিংবা স্থির ছবিকে ছোট অ্যানিমেশনে রূপান্তর করার সুবিধাও থাকবে। এতে করে স্ট্যাটাসে ব্যবহৃত ছবিগুলো আরও আকর্ষণীয় ও পেশাদার মানের হয়ে উঠবে।
বর্তমানে এই ফিচারটি সীমিত সংখ্যক বেটা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন অঞ্চল ও সব ব্যবহারকারীর জন্য এটি চালু করার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে, নতুন এআই ফিচার যুক্ত হওয়ায় হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এখন আর শুধু দৈনন্দিন আপডেটের জায়গা নয়, বরং ধীরে ধীরে একটি ছোট্ট ক্রিয়েটিভ প্ল্যাটফর্মে রূপ নিচ্ছে।