শাহবাগে জড়ো হতে শুরু করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১, ০৯:৩৪ AM , আপডেট: ১৮ জানুয়ারি ২০২১, ০৯:৩৪ AM
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানী শাহবাগসহ সারাদেশে একযোগে অবস্থান কর্মসূচি শুরু করতে যাচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে শাহবাগ এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন।
কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও আন্দোলনের মুখপাত্র মেহেদী হাসান লিমন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আন্দোলনকারী সহযোদ্ধারা নির্দিষ্ট স্থানে জড়ো হচ্ছেন। কিছুক্ষণের মধ্যে কর্মসূচি শুরু হবে। এ কর্মসূচি সারাদেশে একযোগে পালিত হবে।
তিনি বলেন, দীর্ঘদিন থেকে আমাদের এ আন্দোলন ঢাকা, রাজশাহী, রংপুর ও বরিশালসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে পালিত হয়েছে। ইতিমধ্যে আমরা শিক্ষার্থীদের ব্যাপক পাচ্ছি। কর্তৃপক্ষ নিশ্চিয়ই আমাদের দাবি-দাওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। আমরা আমাদের দাবি আদায়ে শতভাগ আশাবাদী।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো— সেশনজট নিরসন করা; প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়া; অতিরিক্ত ফি প্রত্যাহার এবং প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করা এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ করা।