চার কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও স্তর পরিবর্তনের অনুমোদন

কারিগরি শিক্ষা বোর্ডের লোগো
কারিগরি শিক্ষা বোর্ডের লোগো  © সংগৃহীত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত চারটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও স্তর পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং সাধারণ শিক্ষা বোর্ড থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় গত ১৫ ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বোর্ডের পরিদর্শক প্রকৌশলী বি. এম. আমিনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বর্তমানে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম পরিচালনা করছে।

অফিস আদেশ অনুযায়ী, সুনামগঞ্জের দিরাই উপজেলার হাজী মাহমদ মিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নাম ও স্তর পরিবর্তন করে হাজী মাহমদ মিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা করা হয়েছে। প্রতিষ্ঠানটির ভোকেশনাল কোড অপরিবর্তিত রেখে ৬০০৩২ বহাল থাকবে।

এ ছাড়া কক্সবাজারের রামু উপজেলার শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়–এর ইংরেজি নাম সংশোধন করে Jowarianala Girls’ High School করা হয়েছে। এ প্রতিষ্ঠানের ভোকেশনাল কোড ৭৪০৭৪ অপরিবর্তিত রাখা হয়েছে।

একই সঙ্গে রাজশাহীর বাগমারা উপজেলার সাকোয়া উচ্চ বিদ্যালয়–এর ইংরেজি নাম সংশোধন করে Sankoa High School নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ভোকেশনাল কোড ২৩৩০৫ অপরিবর্তিত থাকবে।

এ ছাড়া কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়–এর ইংরেজি নাম সংশোধন করে Sreekail Krishna Kumar Bahumukhi High School করা হয়েছে। এ প্রতিষ্ঠানের ভোকেশনাল কোড ৬৫১১২ অপরিবর্তিত রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, সুপারিনটেনডেন্ট ও প্রধান শিক্ষকদের নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি অফিস আদেশের অনুলিপি কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব, পরিচালক (কারিকুলাম), পরীক্ষা নিয়ন্ত্রক, সিস্টেম অ্যানালিস্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। সংশোধিত পূর্ণাঙ্গ নাম ব্যবহার করে অফিস আদেশটি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশের জন্যও সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!