সরকারি হলো ১২ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান

২২ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ PM
কারিগরি শিক্ষা বোর্ড

কারিগরি শিক্ষা বোর্ড © ফাইল ফটো

সরকারিকরণ হওয়ায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদনপ্রাপ্ত ১২টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছে। বোর্ডের চেয়ারম্যানের অনুমোদনক্রমে এসব প্রতিষ্ঠান এখন সংশোধিত ও পরিবর্তিত নামে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম পরিচালনা করতে পারবে।

সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রকৌশলী বি এম ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, বোর্ড অনুমোদনপ্রাপ্ত কিছু শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ হওয়ায় তাদের নামের সঙ্গে ‘সরকারি’ যুক্ত করে নতুন নামে নামকরণের আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পরিবর্তিত নামে প্রতিষ্ঠানগুলো পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। আদেশটি বোর্ডের সব বিভাগ ও শাখায় অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় এখন থেকে পার্বতীপুর সরকারি উচ্চ বিদ্যালয় নামে পরিচিত হবে। একইভাবে জামালপুরের সরিষাবাড়ী পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় (স্কুল অ্যান্ড কলেজ) পরিবর্তিত হয়ে হয়েছে সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় (স্কুল অ্যান্ড কলেজ)। যশোরের ঝিকরগাছা এম এল হাই স্কুল এখন ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুল নামে পরিচালিত হবে।

ঝিনাইদহের মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন, ঘাটাইল গণ-পাইলট উচ্চ বিদ্যালয় এবং কালিহাতি আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়— এই প্রতিষ্ঠানগুলোও সরকারিকরণের পর ‘সরকারি’ যুক্ত করে সংশোধিত নামে অনুমোদন পেয়েছে। চট্টগ্রামের বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় এখন বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয় নামে চলবে।

এছাড়া চুয়াডাঙ্গার আলমডাংগা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিবর্তিত হয়ে আলমডাংগা সরকারি উচ্চ বিদ্যালয় এবং ঝালকাঠীর নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় এখন সরকারি নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয় নামে পরিচালিত হবে।

রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এখন বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং গাজীপুরের জাতির পিতা বঙ্গবন্ধু হাই স্কুল এখন চন্দ্রা সরকারি হাই স্কুল নামে পরিচালিত হবে। এসব প্রতিষ্ঠানের ভোকেশনাল কোড অপরিবর্তিত থাকবে।

ট্রেনের শেষ বগি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ৮০ আসনে ভর্তি নেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়, শর্ত…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইসরায়েল স্বীকৃত 'সোমালিল্যান্ডকে' প্রত্যাখান বাংলাদেশের
  • ১২ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে ১২৬ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে চুক্তি করছে বাংলাদেশ
  • ১২ জানুয়ারি ২০২৬
বিএনপির দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, কোপে বিচ্ছিন্ন এক ক…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9