সরকারি পলিটেকনিকে বিজনেস ও সোশ্যাল ইংলিশ ট্রেইনিং কোর্সের উদ্বোধন

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বিজনেস ও সোশ্যাল ইংলিশ ট্রেইনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান
সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বিজনেস ও সোশ্যাল ইংলিশ ট্রেইনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান  © সংগৃহীত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত দেশের সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বিজনেস ও সোশ্যাল ইংলিশ ট্রেইনিং কোর্সের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় আগারগাঁওয়ে অবস্থিত ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীনফোনের চীফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ, ইউএনডিপি বাংলাদেশের এ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ সর্দার এম আসাদুজ্জামান 

আরও পড়ুন : বিরল রোগ ফাইব্রাস ডিসপ্লেশিয়ার যন্ত্রণা সইতে না পেরেই কি ঢাবি ছাত্রী সুমির ‘আত্মহত্যা’?

এছাড়া আরও উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর সহ ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনলাইনে যুক্ত ছিলেন সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা।

গ্রামীণফোন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটি, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, ফিউচার ন্যাশনের সহযোগীতায় প্রশিক্ষণ কোর্সটি বাস্তবায়ন করবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও ইউএনডিপি


সর্বশেষ সংবাদ