কারিগরি শিক্ষকদের মে মাসের বেতন-ভাতা কবে, জানাল শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর
কারিগরি শিক্ষা অধিদপ্তর  © সংগৃহীত

দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মে মাসের বেতন ও ভাতা ঈদুল আজহার আগেই পাবেন বলে জানিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

আজ বুধবার (২৮ মে) দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের পরিচালক (পিআইইউ) প্রকৌশলী মো. মাকসুদুর রহমান।

তিনি বলেন, ‘আমাদের ফান্ডের কয়েক কোটি টাকা ভুলবশত অন্য কোডে স্থানান্তর হয়ে গিয়েছিল। সেটি সমাধানে আমরা মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় ছিলাম। এখন সে সমস্যা সমাধান হয়েছে।’

আরও পড়ুন: জীবনের নিরাপত্তা চেয়ে কর্মবিরতিতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের নার্স-কর্মচারীরা

তিনি আরও বলেন, ‘মে মাসের বেতন প্রদানের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। আমরা বিল প্রস্তুতের কাজ করছি। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা যাতে পবিত্র ঈদুল আজহার আগেই বেতন-ভাতা হাতে পান, সে জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। ইনশাআল্লাহ, তারা সময়মতো বেতন পেয়ে যাবেন।’


সর্বশেষ সংবাদ