ঈদের আগে কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদের উৎসব ভাতা বাড়বে কি?

১৮ মে ২০২৫, ০৬:৩২ PM , আপডেট: ২১ মে ২০২৫, ০৫:৪৬ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ছবি

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাদীন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পেলে আসন্ন ঈদুল আজহার পূর্বেই বর্ধিত উৎসব ভাতা পাবেন শিক্ষকরা।

রোববার (১৮ মে) দুপুরে সচিবালে নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব যুগ্মসচিব (রাজস্ব ও উন্নয়ন বাজেট) সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন।

শিক্ষা মন্ত্রণালয়ের এ কর্মকর্তা বলেন, ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এজন্য আমাদের ৩০ কোটি ৩৪ লাখ টাকা দরকার। বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। আশা করছি চলতি সপ্তাহে এ বিষয়ে সম্মতি পাওয়া যবে।’

আরও পড়ুন: ঈদের আগে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পাওয়া নিয়ে যা বললেন মাউশি ডিজি

এর আগে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়। এর ফলে আসন্ন ঈদুল আজহায় বর্ধিত উৎসব ভাতা স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা।

গত ১৪ মে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিল স্বাক্ষরিত চিঠিটি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২১ এপ্রিল ২০২৫ তারিখের ৩৭,০০,০০০০.০৬৪,২০,০০৩,২৫-৪০৭ নং আধা-সরকারি পত্র অনুযায়ী,  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক উচ্চ ও শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত পরিচালন বাজেট হতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকগণের ভাতাদি বাবদ সহায়তা প্রদানের নিমিত্ত ২২৯.০০ কোটি (দুইশত ঊনত্রিশ কোটি) টাকা পুনঃউপযোজনে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো। ’

শর্তে বলা হয়েছে,  এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত সকল আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে; এ অর্থ সংশ্লিষ্ট কোডে সমন্বয়পূর্বক চলতি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট কর্তৃত্বের অংশ হিসেবে গণ্য হবে; যে কোডসমূহ হতে পুনঃউপযোজন করা হয়েছে সে কোডসমূহে পরবর্তীতে অতিরিক্ত বরাদ্দ দাবী করা যাবে না; এবং প্রশাসনিক বিভাগ কর্তৃক জারিকৃত সরকারি আদেশের দুইটি কপি পৃষ্ঠাংকণের জন্য অর্থ বিভাগে প্রেরণ করতে হবে।

ট্যাগ: ঈদ বোনাস
বাবাকে ‘আইডল’ মানলেও অনুকরণে নারাজ নবিপুত্র
  • ১২ জানুয়ারি ২০২৬
সজীব গ্রুপে চাকরি, কর্মস্থল ঢাকার ফার্মগেট
  • ১২ জানুয়ারি ২০২৬
সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ক্রিকেটের সঙ্গে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে: মির্জা ফখরুল
  • ১২ জানুয়ারি ২০২৬
ভাইস ক্যাপ্টেনের বিশ্বকাপ দলে জায়গা হবে তো?
  • ১২ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে রানার গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9