অধ্যক্ষকে পদত্যাগে বাধ্য করানোর চেষ্টা, ৭ শিক্ষককে সতর্ক করল অধিদপ্তর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১ AM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৬ AM

শেখ ফজিলাতুন্নেছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষকে জোর পূর্বক পদত্যাগে বাধ্য করানোর চেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানটির সাতজন শিক্ষককে সতর্ক করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। তদন্ত প্রতিবেদনের আলোকে তাদের সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) প্রকৌশলী মো. রেজাউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
সতর্ক করা শিক্ষকরা হলেন- শেখ ফজিলাতুন্নেছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আইটি সাপোর্ট বিভাগের ইন্সট্রাক্টর মুহাম্মদ ইমরান হাসান, রাজীব বসাক, জেনারেল ইন্সট্রাক্টর রোকনুজ্জামান জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-এর খোরশেদ আলম, বাংলার সাইদুর রহমান সাগর, রসায়নের নাজমুল আল আমিন এবং পদার্থ বিজ্ঞানের মো. সাইদুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে গত ৫ ডিসেম্বর তদন্ত প্রতিবেদনের আলোকে প্রতিষ্ঠানে অধ্যক্ষকে অসহযোগিতার অভিযোগ পাওয়া যায়। পরবর্তীতে বিষয়টি তদন্ত করে দেখা যায়, অভিযুক্তরা ২০২৪ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠানের ছবি ভাংচুরের ব্যাপারে উদ্ভূত পরিস্থিতি সমাধানের চেষ্টা না করে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়ে প্রাক্তন শিক্ষার্থী, বহিরাগতদের আগমন, হিসাব রক্ষক মোঃ সেলিমকে প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর (গণিত) খান মোঃ মাসুম বিল্লা কর্তৃক সুনির্দিষ্ট বিল-ভাউচার আনতে বলা এবং মোঃ ইয়াসিনকে দিয়ে দুর্নীতির প্রমাণক হিসেবে সিলগালা করানো এবং দুর্নীতির অভিযোগে অধ্যক্ষকে পদত্যাগপত্র দিয়ে কর্মস্থল ত্যাগে বাধ্য করার নেতৃত্বদানকারী খান মোঃ মাসুম বিল্লা-এর সহযোগী হিসেবে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।’
এতে আরও বলা হয়, ‘এ ধরণের কর্মকান্ড প্রতিষ্ঠানের পড়ালেখাসহ সার্বিক পরিবেশ বিঘ্নিত হয়েছে। যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। বর্ণিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে প্রথমবারের মতো সতর্ক করা হলো। ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপের পুনরাবৃত্তি হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’