নিহত হুমায়ুন কবির ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল © টিডিসি
চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক সবজি ব্যবসায়ীর প্রাণ ঝরে গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন, যা এলাকায় শোকের ছায়া ফেলেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির মিরসরাই সদর ৯ নম্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন বাড়ীর সিএনজিচালক বদিউল আলমের ছেলে। তার এক মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।
নিহতের বন্ধু আকাশ ভূঁইয়া বলেন, হুমায়ুন মিঠাছরা বাজারে সবজি ব্যবসা করেন। প্রতিদিনের মতো আজও সকালে বাড়ি থেকে নিজের মোটরসাইকেল নিয়ে মিঠাছরা বাজারে যাচ্ছিলেন। বাড়ির রাস্তা থেকে ওঠার সময় চট্টগ্রামগামী দ্রুতগতির একটি লরি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আকাশ আরও বলেন, তার বাবা সিএনজিচালক। হুমায়ুন ছোট থেকে সবজি ব্যবসা শুরু করেন। সবজি ব্যবসা করে পরিবারের হাল ধরেছেন। এক মাস আগে তার একটি ছেলে হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি মো. জাকারিয়া। তিনি বলেন, লাশের সুরতহাল রিপোর্ট নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।