সংবাদ সম্মেলন ডেকে বিশৃঙ্খলা, ক্রাফট ইন্সট্রাক্টরকে শোকজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১১ PM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৩ PM
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক ক্রাফট ইন্সট্রাক্টরকে শোকজ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাকে শোকজের জবাবে দিতে বলা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক খন্দকার হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানিয়েছে, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ক্রাফট ইন্সট্রাক্টর এবং কারিগরি শিক্ষাধীন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের ক্রাফট ইন্সট্রাক্টর গং কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত ৪ সেপ্টেম্বর প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন। এর ফলে কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
এতে আরও বলা হয়, এ বিষয়টি কেন সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা পরিপন্থী নয় তার সুনির্দিষ্ট ব্যাখ্যাসহ সন্তোষজনক জবাব পত্র প্রাপ্তির ১০ (দশ) কার্যদিবসের মধ্যে কানন কর্তৃপক্ষের মাধ্যমে লিখিতভাবে জানানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।