শিক্ষকতা পেশা আকর্ষণীয় করলে মেধাবীরা বিসিএসের পেছনে দৌড়াবে না: আজিজী

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী  © টিডিসি সম্পাদিত

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন, ‘প্রাথমিক থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষকতা পেশাকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করলে সর্বোচ্চ মেধাবীরা শিক্ষকতা পেশায় আসবে। তখন মেধাবীরা বিসিএসের পেছনে দৌড়াবে না, শিক্ষক হওয়ার চেষ্টা করবে।’

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি লিখেছেন, ‘এই মেধাবীদের হাত ধরে আগামী প্রজন্ম যোগ্য ও দক্ষ হয়ে গড়ে উঠবে। নীতি নির্ধারকরা বুঝেও না বোঝার ভান করে। কারণ তাদের সন্তানেরা বিশেষায়িত প্রতিষ্ঠানে অথবা বিদেশে পড়াশোনা করে।’

আরও পড়ুন: প্রথম সারির ৯ মেডিকেলে কমেছে ২০৫ আসন, সুযোগ হারাচ্ছে শিক্ষার্থীরা?

তিনি বলেন, ‘সরকারি ককর্মকর্তা-কর্মচারীদের এবং রাষ্ট্রের নীতি নির্ধারকদের সন্তানদের সাধারণ প্রতিষ্ঠানে পড়ানোর বিষয় নিশ্চিত করা গেলে শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করার জন্য সবাই নজর দিত।’

শিক্ষকরা যাতে তাদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করেন, এটা নিশ্চিত করার জন্য মনিটরিং ব্যবস্থা আরও অনেক বেশি জোরদার করতে হবে উল্লেখ করে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে নতুনভাবে। সরকারকে শিক্ষার প্রতি বিশেষ নজর দিতে হবে।’


সর্বশেষ সংবাদ