নতুন কর্মসূচি ঘোষণা ইবতেদায়ি শিক্ষকদের

০৫ নভেম্বর ২০২৫, ০২:২৭ PM
শিক্ষকদের অবস্থান কর্মসূচি

শিক্ষকদের অবস্থান কর্মসূচি © সংগৃহীত

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষকরা। টানা ২৪ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানরত শিক্ষকরা বুধবার (৫ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করেন।

আন্দোলনরত শিক্ষকরা জানান, আগামী ১১ নভেম্বর বেলা ১২টার মধ্যে দাবি পূরণ না হলে দুপুর ১টা থেকে অর্ধদিবস অনশন কর্মসূচি পালন করবেন। এরপরও দাবি না মানা হলে মঙ্গলবার থেকে লাগাতার অনশন শুরু করবেন তারা।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন।

বক্তারা বলেন, সরকার ঘোষণা দিয়েও তাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে। অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ১৯৮৪ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত হয়। সরকারি বিধি অনুযায়ী এসব প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে।

১৯৯৪ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে অনুদানভুক্ত করার কথা থাকলেও মাত্র ১ হাজার ৫১৯টি মাদ্রাসা সে সুযোগ পায়। এরপর থেকে স্বীকৃতিপ্রাপ্ত অন্যান্য মাদ্রাসাগুলোর সঙ্গে বৈষম্য চলছে বলেও অভিযোগ করেন শিক্ষকরা।

বক্তারা বলেন, বৈষম্য নিরসনে অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে দ্রুত এমপিওভুক্ত করতে হবে। অন্যথায় লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এদিকে স্বীকৃতপ্রাপ্ত এক হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সংক্রান্ত ফাইলে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছেন বলে জানা গেছে। শর্তসাপেক্ষে প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়েছে।

 

বিএনপির সাবেক মন্ত্রীর বিপরীতে লড়ছেন এনসিপির তুষার
  • ১৭ জানুয়ারি ২০২৬
আরও অপেক্ষা করবে ১০ দলীয় জোট
  • ১৭ জানুয়ারি ২০২৬
জামায়াতে যোগ দিলেন মুফিতী আলী হাসান উসামা
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই, আবেদন অভিজ্ঞত…
  • ১৭ জানুয়ারি ২০২৬
কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি পরিচালক নাজমুল
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘ইসলামপন্থিদের ভোট এক বাক্সে’ আনার রাজনীতি কি থমকে গেল?
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9