মির্জা ফখরুলের সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠকে যা হলো
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০১:৫৪ PM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ০২:০৫ PM
তিন দফা দাবিত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকেরা। জামায়াত-এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শিক্ষকদের আন্দোলনে সমর্থন দিয়েছে। এবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে করেছেন শিক্ষক নেতারা
বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, শিক্ষকদের আন্দোলনে বিএনপির হাইকমান্ডের বরাবরই সমর্থন রয়েছে এবং এটি আগামীতেও থাকবে। খুব শিগগিরই বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিদল আন্দোলনস্থলে যাবে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের জাতীয়করণের দাবি পূরণ করা হবে বলেও বিএনপিমহাসচিব শিক্ষক নেতাদের আশ্বাস দিয়েছেন। আলোচনায় শিক্ষকদের বাড়ি ভাড়া ইস্যু ছাড়া তাদের দুঃখ-দুর্দশার নানা চিত্র উঠে আসে। শিক্ষক নেতারাও পর্যায়ক্রমে এসব দাবি বর্তমান ও আগামী সরকার পূরণ করবে বলে প্রত্যাশা রাখেন।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে বৈঠক শেষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এসব তথ্য জানান। এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়।
বৈঠক শেষে অধ্যক্ষ আজিজী আরও বলেন, অর্থ উপদেষ্টা দেশে আসার আগ পর্যন্ত আমরা শহীদ মিনারে অবস্থান করব। বিএনপি মহাসচিব কথা দিয়েছেন ওনার জায়গা থেকে যতটুকু সম্ভব আমাদের সহযোগিতা করবেন। আমরা যমুনা অভিমুখে পদযাত্রা স্থগিত করেছি।
এর আগে অর্থ মন্ত্রণালয়ের বাড়ি ভাড়ার বিষয়ে শিক্ষক নেতারা বলেন, অর্থ মন্ত্রণালয় আজ এই সম্মতি প্রজ্ঞাপন দিয়েছে, তা আন্দোলন শুরুর আগেই আমাদের দিতে চাওয়া হয়েছিল। কিন্তু আমরা তাতে রাজি হয়নি। আমাদের চাওয়া ২০% ভাড়ি ভাড়া, ৭৫% উৎসব ভাতা ও ১৫০০টাকা মেডিকেল ভাতা। সেই প্রজ্ঞাপন যত সময় পূরণ না হবে, তত সময় আন্দোলন চলবে।
এক শিক্ষক জানান, আজ অর্থ মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপনটি দেওয়া হয়েছে, সেটা আসলে আগেই প্রস্তুত ছিল। বিষয়টি নিয়ে শিক্ষক নেতাদের সঙ্গে বারবার কথা হয়েছে, আলোচনা হয়েছে। কিন্তু আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি—এই প্রজ্ঞাপন আমাদের দাবির প্রতিফলন নয়। আমাদের দাবি ২০ শতাংশ বাড়ি ভাড়া, ৭৫ শতাংশ উৎসব ভাতা ও ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা। এসব দাবি পূরণ করতে হবে বলে জানান তিনি।
এর আগে রবিবার দুপুর ১২টায় চলমান আন্দোলন ও শিক্ষকদের দাবি-দাওয়াসহ সার্বিক বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসেন ১১ শিক্ষক। বৈঠকে উপস্থিত শিক্ষকরা হলেন, অধ্যক্ষ মাঈন উদ্দিন, অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজী, অধ্যক্ষ আলাউদ্দিন, মো. আবু তালেব সোহাগ, নুরুল আমিন হেলালী, আশরাফুজ্জামান হানিফ, আবুল বাশার, শান্ত ইসলাম, মিজানুর রহমান, মিজানুর রহমান মাহিন ও আব্দুল হাই সিদ্দিকী।