দুই দাবিতে মাউশিতে স্মারকলিপি

মাউশি লোগো
মাউশি লোগো  © ফাইল ফটো

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও নীতিমালা-২০২১ এ বিএড ডিগ্রি ধারী ট্রেড ইনস্ট্রাক্টর শব্দ সংযোজন এবং সেসিপের এসএসসি ভোকেশনাল থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে আন্তঃবদলির দাবিতে মাউশিতে স্মারকলিপি জমা দিয়েছেন শিক্ষকরা।

রবিবার ট্রেড ইনস্ট্রাক্টর ফোরাম এবং সেসিপভুক্ত ৫৫১টি সংযুক্ত এসএসসি ভোকেশনালের ট্রেড ইনস্ট্রাক্টরদের পক্ষে পৃথক দুটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

এমপিও নীতিমালা-২০২১ এ বিএড ডিগ্রি ধারী ট্রেড ইনস্ট্রাক্টর শব্দ সংযোজন সংক্রান্ত স্মারকলিপিতে বলা হয়েছে, ‘মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে মাউশির এমপিও নীতিমালা ২০২১ এর কারণে আবেদন করতে পারেন না বিএড ডিগ্রি ধারী ট্রেড ইনস্ট্রাক্টর। অথচ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১১তম গ্রেডের সকল স্তরের সহকারী শিক্ষকরা আবেদন করতে পারেন। ট্রেড ইনস্ট্রাক্টররা যোগদান থেকেই দশম গ্রেড পেয়ে থাকে, তারপরও শুধু মাউশির নীতিমালার কারণে আমরা আবেদন করতে পারি না। যার ফলে বিএড ডিগ্রিধারী ট্রেড ইনস্ট্রাক্টররা চরম বৈষ্যমের স্বীকার হচ্ছেন। এ অবস্থায় মাউশি এমপিও নীতিমালা ২০২১ এ সহকারী শিক্ষক পদধারীর পাশাপাশি বিএড ডিগ্রিধারী ট্রেড ইন্সট্রাক্টর পদ যুক্ত করে মাধ্যমিক স্তরে সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন এর সুযোগ দিতে হবে। এজন্য এমপিও নীতিমালা-২০২১ এর ১১.২৪ অনুচ্ছেদে  বিএড ডিগ্রি ধারী ট্রেড ইনস্ট্রাক্টর শব্দ যুক্ত করার দাবি জানানো হয়।

আন্তঃবদলি সংক্রান্ত স্মারকলিপিতে বলা হয়, ২০২০ সালে ৬৩০টি সেসিপভুক্ত সাধারণ শিক্ষা ধারায় ভোকেশনাল কোর্স খোলা হয়, যার মধ্যে ৫৫১টি এসএসসি ভোকেশনাল মাধ্যমিক। এই সকল এসএসসি ভোকেশনালগুলোতে বিগত ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ১৯৬টির মত শূন্য পদ ছিল। ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের মাধ্যমে সকল পদ পূরণ হয়েছে। এর ফলে এমপিওভুক্ত মাউশি বদলি নীতিমালায় আমাদের বদলির সুযোগ থাকছে না। যার কারণে আমরা বদলি নীতিমালা জনিত সমস্যায় পড়েছি। মাউশি বদলি নীতিমালায় শুধুমাত্র ট্রেড ইনস্ট্রাক্টরদের কারিগরি শিক্ষা অধিদপ্তরে আন্তঃ বদলির ব্যবস্থা চালু করা প্রয়োজন। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।


সর্বশেষ সংবাদ