ট্রেড ইনস্ট্রাক্টর পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ না দিতে স্মারকলিপি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৯ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৮ PM
ট্রেড ইনস্ট্রাক্টর পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ না দেওয়ার দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন চাকরিপ্রার্থীরা।
রবিবার (১৪ সেপ্টেম্বর) ট্রেড ইন্সট্রাক্টর পদে আবেদনকারীদের পক্ষে প্রকৌশলী মো. আবুল বাশার, প্রকৌশলী মো. রাশেদ মোশারফ, প্রকৌশলী মো. গাজী মিজানুর রহমান, প্রকৌশলী মো. আহসান হাবীব এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে বলা হয়, স্কুল-২ পর্যায়ে ট্রেড ইন্সট্রাক্টর পদে শিক্ষাগত যোগ্যতা হলো- কোন স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট টেকনোলজিতে ন্যূনতম ২য় বিভাগ (সমমান সিজিপিএ) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন এ তিন অথবা চার বছর মেয়াদী ডিপ্লোমা। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা বিগত ১৮তম শিক্ষক নিবন্ধনে বেশ কয়েকজন স্নাতক সরাসরি বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং পাসধারীদের চূড়ান্ত ভাইভায় উত্তীর্ণ করা হয়েছে। যা সম্পূর্ণ বেসরকারি এমপিও নীতিমালা ২০২১ বিরোধী।’
এতে আরও বলা হয়, ‘বেসরকারি এমপিও নীতিমালা-২০২১ বিবেচনা করে ১৯তম শিক্ষক নিবন্ধন-২০২৫ এ যাতে স্নাতক ডিগ্রিধারী কোন বিএসসি ইঞ্জিনিয়ার আবেদন করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আপনার সু-দৃষ্টি কামনা করছি।’