ক্লাস বর্জনসহ লাগাতার কর্মসূচিতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

জাতীয়করণ আন্দোলন
জাতীয়করণ আন্দোলন  © ফাইল ছবি

জাতীয়করণের দাবি আদায়ে ক্লাস বর্জনসহ লাগাতার কর্মসূচির দিকে যাচ্ছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা। আগামী ১৩ আগস্ট আয়োজিত সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা কঠোর কর্মসূচিতে যেতে চাই না। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। আগামী ১৩ আগস্টের মধ্যে জাতীয়করণের বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা না দেওয়া হলে ক্লাস বর্জনসহ লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।’

এদিকে জাতীয়করণের দাবি আদায়ের সমাবেশ সফল করতে দেশের প্রতিটি জেলা থেকে অন্তত একটি বাস রিজার্ভ করে শিক্ষকদের ঢাকায় আনার প্রস্তুতি চলছে। যদিও অনেক উপজেলা থেকেই ৯ থেকে ১০টি করে বাস ঢাকায় আসবে বলে জানা গেছে। সমাবেশে উপস্থিত শিক্ষকের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন শিক্ষক নেতারা।

জানা গেছে, সমাবেশ সফল করতে প্রতিটি বিভাগে আটজন করে সমন্বয়ককে দায়িত্ব দেওয়া হয়েছে। বিভাগীয় সমন্বয়করা জেলা এবং জেলার সমন্বয়করা উপজেলা পর্যায়ে সমন্বয়ক ঠিক করে দিচ্ছেন। সমাবেশে শিক্ষকদের নির্বিঘ্নে আসা এবং বাড়ি ফেরা নিশ্চিত করতে আগেভাগেই বাস রিজার্ভ করে রাখা হচ্ছে। কোনো কোনো উপজেলা থেকে একাধিক বাস রিজার্ভ করে রাখা হচ্ছে। সমাবেশে আসা শিক্ষকদের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে ৩০০ সেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রস্তুতি জোরেশোরে চলছে। শিক্ষকদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। ১৩ আগস্টের সমাবেশ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। অতীতে অনেকে শিক্ষকদের ব্যবহার করে নিজেদের স্বার্থ হাছিল করতেন। তবে আমরা শিক্ষকদের জন্য কাজ করছি। শিক্ষকদের আস্থা রয়েছে আমাদের প্রতি। এজন্য এবার সারাদেশ থেকে শিক্ষকরা সমাবেশে আসবেন।’


সর্বশেষ সংবাদ