বিএনপি ও তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ রাবি ইউট্যাবের

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর লোগো
ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর লোগো  © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় কটূক্তি ও স্লোগান দেওয়ার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান ইউট্যাব রাবি শাখার সভাপতি অধ্যাপক ড. মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক ড. মো. জাহাঙ্গীর হোসেন (বাবু)।

বিবৃতিতে বলা হয়, ‘একটি গুপ্ত বাহিনী পরিকল্পিতভাবে গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীন, কুরুচিপূর্ণ স্লোগান ও ভিত্তিহীন কুযুক্তি ছড়াচ্ছেন। এ ধরনের অশোভন আচরণ শুধু রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনই নয়, বরং তা বাংলাদেশর বহুমাত্রিক গণতান্ত্রিক সংস্কৃতির ওপর সরাসরি আঘাত।’

এতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্র-জনতা, আপামর জনসাধারণ ও জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে ৫ আগস্ট ২০২৪ অভূতপূর্ব এক গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিজমের বিদায়ের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে সে স্বপ্ন ধূসর হতে চলেছে।’

ইউট্যাব নেতারা বলেন, ‘গত ৯ জুলাই ঢাকার মিটফোর্ডে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সম্মুখে ব্যবসায়িক দ্বন্দ্বে নৃশংসভাবে পৈশাচিকভাবে পাথর মেরে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে হত্যা ও ১০ জুলাই সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি করে ও রগ কেটে হত্যা নিশ্চিত করে পরিকল্পিতভাবে বিএনপিকেই দায়ী করার ব্যর্থ চেষ্টা করা হয়েছে।’

এসব ঘটনায় ইউট্যাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় গভীরভাবে মর্মাহত এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় চরম উদ্বিগ্ন। বিগত ফ্যাসিস্ট সরকারের মতো প্রকৃত ঘটনাকে আড়াল করে একটি গুপ্ত সংগঠন জুলাই বিপ্লবের কুশীলব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাদের বিরুদ্ধে অশ্লীল স্লোগান ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার ঘৃণ্য চক্রান্তে লিপ্ত রয়েছে। বিএনপি এ ধরনের যেকোনো হত্যা, সন্ত্রাস ও অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। দল বারবার বলছে, ব্যক্তির সংঘটিত অপরাধের দায় দল নেবে না।

এ ঘটনাগুলোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে বিএনপি ও তারেক রহমানের নামে অশালীন ভাষায় স্লোগান দেওয়া হয়েছে। যা অনাকাঙ্ক্ষিত এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস দমনের দায়িত্ব সরকারের। মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় দলীয় সংশ্লিষ্টতার অভিযোগে ইতোমধ্যে বিএনপির তিনটি অঙ্গ ও সহযোগী সংগঠন থেকে ৫ জনকে আজীবনের জন্য বহিষ্কারের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। 

ইউট্যাব নেতারা আরও বলেন, ‘বিএনপি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটানো এবং কুরুচিপূর্ণ স্লোগান দেওয়াটা দুঃখজনক। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একই সঙ্গে অপরাজনীতি পরিহার করে সুষ্ঠু রাজনীতিচর্চার মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সব সংগঠনের গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করছি।’


সর্বশেষ সংবাদ