বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচার
পবিপ্রবিতে ইউট্যাব, জিয়া পরিষদ ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের মানববন্ধন
- পবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৫:১১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৯:৫০ PM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতাদের বিরুদ্ধে ‘অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত কার্যক্রমের’ প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) পবিপ্রবি ইউনিট, জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট) ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সাম্প্রতিক কিছু হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপিকে হেয় করতে একটি চক্র মিথ্যা প্রচারণা ও উসকানিমূলক বক্তব্য ছড়াচ্ছে। এতে একটি বৃহৎ রাজনৈতিক দলকে বিতর্কিত করার অপপ্রয়াস চালানো হচ্ছে।
ইউট্যাব সভাপতি অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন ইউট্যাব সাধারণ সম্পাদক ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন, আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, সহযোগী অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট) সভাপতি ডেপুটি রেজিস্ট্রার মো. আবুবকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক ডেপুটি রেজিস্ট্রার হাচিব মো. তুষার, জাতীয়তাবাদী ছাত্রদলের পবিপ্রবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা জনি এবং জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের মো. মাহাবুব হোসেন প্রমুখ।
প্রো-ভিসি অধ্যাপক হেমায়েত জাহান বলেন, বিএনপি দেশের সবচেয়ে বড় জনসমর্থিত দল। অথচ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে। তিনি এ ধরনের অপপ্রচার বন্ধ এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মামুন অর রশিদ বলেন, একটি গুপ্ত সংগঠন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির বিরুদ্ধে অশ্লীল স্লোগান ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় এই চক্রান্ত আরও ঘনীভূত হচ্ছে।