ইবি শিক্ষক সমিতির নির্বাচন ১৯ ডিসেম্বর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৩২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৭ PM
ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। মঙ্গলবার (৫ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বচন কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নির্বাচন কমিশনারের অস্থায়ী কার্যালয়ে (অনুষদ ভবনের ১২৯ নম্বর কক্ষ) মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১২ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দুপুর দেড়টায় মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এছাড়া ১৩ ডিসেম্বর দুপুর ১টা পর্যন্ত প্রার্থীরা লিখিত আবেদনের মাধ্যমে প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন। ওই দিন দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।