স্ত্রী বলল, আমি পুলিশ ক্যাডারে প্রথম হয়েছি

পুলিশ ক্যাডারে প্রথম ফাইজুল করীম
পুলিশ ক্যাডারে প্রথম ফাইজুল করীম  © সংগৃহীত

পড়াশোনা চলাকালেই বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা ছিল। পুলিশ ক্যাডার ছিল পছন্দের শীর্ষে। সেই ইচ্ছা থেকেই ৪০তম বিসিএসে আবেদনের সময় এক নম্বর চয়েসে কাজী ফাইজুল করীম দিয়েছিলেন পুলিশ ক্যাডার। সেই স্বপ্নই এখন সত্যি হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করেন ফাইজুল। বুধবারও কর্মস্থলে ছিলেন। স্ত্রী সুরাইয়া তামান্না চাকরি করেন একই কার্যালয়ে। স্ত্রীই তাঁকে প্রথম জানান, তিনি পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্র ছিলেন।

এরপর ফাইজুল করীম নিজে যাচাই করে বিষয়টি নিশ্চিত হন। ফাইজুল বলেন, ‘প্রথম বিসিএসে পছন্দের ক্যাডার ছিল পুলিশ। তা পেয়ে গেছি। এরপর আর কোনো বিসিএসে আবেদন করব না।’

আরো পড়ুন: তর্কঘর থেকে বিসিএস ক্যাডার ওরা ৬

কুমিল্লা জিলা স্কুল থেকে মাধ্যমিক পাস করেছেন ফাইজুল। এ ছাড়া কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। তার বাবা আফতাব উদ্দিন একজন ব্যবসায়ী। মা কাজী মীর জাহান বেগম ছিলেন ব্যাংক কর্মকর্তা।

প্রসঙ্গত, গতকাল বুধবার ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১ হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারের জন্য সুপারিশ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ