সিজিপিএ ৪-এ ৩.৯১ পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের তাকী

সিজিপিএ ৪-এ ৩.৯১ পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের তাকী
সিজিপিএ ৪-এ ৩.৯১ পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের তাকী  © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের আরবি বিভাগ থেকে সিজিপিএ-৪ এর মধ্যে ৩.৯১ পেয়েছেন আবু তাকী নামে এক শিক্ষার্থী। তাকী ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে তার অনার্স ফাইনাল পরীক্ষায় রেকর্ড সংখ্যক নম্বর লাভ করেন।

বগুড়ার গাবতলী উপজেলার সাতচুয়া গ্রামের মৃত আলহাজ্ব মাওলানা মো. আব্দুস সাত্তারের ছেলে আবু তাকী। তার এমন অর্জনের স্বীকৃতি স্বরূপ ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) প্রদান করা হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি তার হাতে মেডেল ও সনদপত্র তুলে দেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক শাহজাহান আলী।

আরও পড়ুন: ৫০-এ ৩৩.৫ নম্বর পেলেন প্রশ্নফাঁসের অভিযোগে বহিষ্কৃত শিক্ষার্থী

তার এমন সাফল্যের জন্য বাবা মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আবু তাকী। তিনি জানান, ভার্চুয়াল মিটিং-এ মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (এমপি) ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড হিসাবে একটি স্বর্ণপদক ও একটি সনদ প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ, এমন অর্জনে আমি অত্যান্ত আনন্দবোধ করছি।

শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জনে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহজাহান আলী জানান, এই অর্জন পুরো কলেজ এবং জেলাকে গৌরবান্বিত করেছে। আশা করছি সামনের বছর আমাদের শিক্ষার্থীরা এমন অর্জনের ধারা অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ