কমস্টেক ২০২৫-২৬ অর্থবছরের জন্য ইয়াং উইমেন রিসার্চ গ্রান্ট প্রদান করার ঘোষণা দিয়েছে © সংগৃহীত
ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী পর্যায়ের স্থায়ী কমিটি কমস্টেক (COMSTECH) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ইয়াং উইমেন রিসার্চ গ্রান্ট প্রদান করার ঘোষণা দিয়েছে। এ কর্মসূচির আওতায় বাংলাদেশসহ আটটি দেশের ১৯ নারী গবেষক অনুদানের জন্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত গবেষকরা বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, বেনিন, মৌরিতানিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, মিসর ও উজবেকিস্তানের বিভিন্ন গবেষণা ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।
কমস্টেক ইয়াং উইমেন রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম ২০২৫–২৬ এর মূল লক্ষ্য হলো ওআইসি সদস্য রাষ্ট্রগুলোতে বৈজ্ঞানিক উৎকর্ষতা বৃদ্ধি, নিজস্ব গবেষণা সক্ষমতা জোরদার করা এবং তরুণ নারী গবেষকদের আর্থিক সহায়তা প্রদান। কর্মসূচির আওতায় প্রত্যেক গবেষক ৫ হাজার থেকে ৬৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত অনুদান পাবেন। এই অর্থ গবেষণার জন্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক যন্ত্রপাতি, কনসিউমেবলস, ক্ষুদ্র গবেষণা সরঞ্জাম এবং বিশেষায়িত গবেষণা সাহিত্য ক্রয়ে ব্যয় করা যাবে।
স্বচ্ছ ও কঠোর পিয়ার-রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে গবেষকদের নির্বাচন করা হয়েছে। স্বাধীন বাহ্যিক বিশেষজ্ঞদের মাধ্যমে জমা পড়া গবেষণা প্রস্তাবগুলো মূল্যায়ন করা হয়। এ বছর ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর বিভিন্ন দেশ থেকে মোট ৬৯০টি গবেষণা প্রস্তাব জমা পড়ে, যা এই কর্মসূচির প্রতি ব্যাপক আগ্রহ ও উচ্চ প্রতিযোগিতার প্রতিফলন। বিস্তারিত মূল্যায়নের পর সবচেয়ে যোগ্য ও মানসম্পন্ন প্রস্তাবগুলো চূড়ান্তভাবে নির্বাচিত হয়।
অনুদানপ্রাপ্ত গবেষকদের অভিনন্দন জানিয়ে ওআইসি-কমস্টেকের কোঅর্ডিনেটর জেনারেল প্রফেসর ড. মুহাম্মদ ইকবাল চৌধুরী বলেন, তরুণ বিজ্ঞানী বিশেষ করে নারী গবেষকদের ক্ষমতায়নে কমস্টেক দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশা প্রকাশ করেন, এই অনুদান গবেষণার মানোন্নয়ন ঘটাবে এবং ওআইসি অঞ্চলের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি তিনি গবেষকদের নিষ্ঠা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণায় ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, কমস্টেক ইয়াং রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে গবেষণা সহযোগিতা বৃদ্ধি, মেধাপাচার রোধ এবং একটি শক্তিশালী ও টেকসই বৈজ্ঞানিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চলমান উদ্যোগের অংশ।