মেডিকেলে সেরা শান্ত, দ্বিতীয় ও তৃতীয় তাসনিয়া-তাহমিদুল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ PM , আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ PM
২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলে এবার দেশসেরা হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত (রোল ২৪১৩৬৭১) নামে এক পরীক্ষার্থী। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন তাসনিয়া তৌফিক নাবিহা (রোল ২৪০৬৮৯৯) এবং তাহমিদুল আলম (রোল ১২০৯৩২৮)। তাদের প্রাপ্ত নম্বর যথাক্রমে ১৯১ ও ১৯০.৭৫। আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে এই ফলাফল প্রকাশ করা হয়। এবার পাসের হার ৬৬.৫৭ শতাংশ।
জানা যায়, এবার সেরা তিনে অবস্থানকারীদের মধ্যে দ্বিতীয় হওয়া তাসনিয়া তৌফিক নাবিহা সেকেন্ড টাইমের শিক্ষার্থী। বাকি দুজন প্রথমবারের মধ্যে মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
তথ্যমতে, এবারের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮.২১%)। অনুপস্থিত পরীক্ষার্থীর ২ হাজার ১৯২ জন (১.৭৯%) জন। আর বহিষ্কৃত ছিলের ২ জন। ভর্তি পরীক্ষায় মোট পাসকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৬৪২ জন (৬৬.৫৭%), যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮.১৩%) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১.৮৭%)।
এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র এবং ৪৯টি ভেন্যুতে একযোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় ৯৮ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর।
উল্লেখ্য, সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে মোট আসন ১৩ হাজার ৫১টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০ এবং ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসন রয়েছে। বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬০০১টি এবং ডেন্টাল কলেজে ১ হাজার ৪০৫টি। এ বছর মোট আবেদনকারী ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। যার মধ্যে ৪৯ হাজার ২৮ জন আবেদনকারী ছেলে এবং ৭৩ হাজার ৬০৪ জন মেয়ে।