আল আজহার বিশ্ববিদ্যালয়ে পিএইচডি পরীক্ষায় প্রথম বাংলাদেশের শিহাব

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৭ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৮ PM
মুহাম্মদ শিহাব উদ্দীন

মুহাম্মদ শিহাব উদ্দীন © সংগৃহীত

মিশরের ঐতিহ্যবাহী আল আজহার বিশ্ববিদ্যালয়ের কুল্লিয়াতুল উলুমিল ইসলামিয়ার (শুধু বিদেশি শিক্ষার্থীদের জন্য ইসলামিক ও আরবি সায়েন্সেস) উসুলুদ্দীন অনুষদের হাদিস বিভাগ থেকে প্রকাশিত পিএইচডি তামহীদির ফাইনাল পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের শিক্ষার্থী মুহাম্মদ শিহাব উদ্দীন।

শিক্ষাবর্ষ ২০২৪-২৫ খ্রিষ্টাব্দের এ পরীক্ষায় তিনি মোট ৯০০ নম্বরের মধ্যে ৭৬৭ নম্বর পেয়ে শতকরা ৮৫.২২ ভাগ নম্বর অর্জন করেন। এর মাধ্যমে তিনি ‘জাইয়্যিদ জিদ্দান’ (এ+) গ্রেডে উত্তীর্ণ হন।

পরীক্ষার ফলাফলে দ্বিতীয় স্থান অর্জন করেছেন আলজেরিয়ার ফুয়াদ কুরাইশি (৭৫২ নম্বর, ৮৩.৫৫ শতাংশ)। তৃতীয় হয়েছেন শ্রীলঙ্কার মুহাম্মদ রুকজি আবদুর রশীদ (৭৪৮ নম্বর, ৮৩.১১ শতাংশ) এবং চতুর্থ হয়েছেন আলজেরিয়ার মুহাম্মদ আমিন হামূদি (৭৪৪ নম্বর, ৮২.৬৭ শতাংশ)।

এ বছর আল আজহার বিশ্ববিদ্যালয়ের এ বিভাগ থেকে মোট আটজন বিদেশি আন্তর্জাতিক শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশের দুইজন, আলজেরিয়ার দুইজন, শ্রীলঙ্কার একজন, নাইজেরিয়ার দুইজন এবং ইন্দোনেশিয়ার একজন রয়েছেন।

শিহাব উদ্দীনের এ সাফল্য বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে ইসলামী জ্ঞানচর্চা ও গবেষণার জন্য বিশ্বজুড়ে খ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কৃতিত্ব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

দেশের কোনো জেলায় মেডিকেল কলেজবিহীন থাকবে না : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
সাবেক উপদেষ্টা মাহফুজের ভাই শাপলা কলি, ধানের শীষে গণসংযোগে …
  • ২৩ জানুয়ারি ২০২৬
ধানের শীষ জয়ী হলে দেশে গণতন্ত্র জয়ী হয় : মঈন খান
  • ২৩ জানুয়ারি ২০২৬
সরস্বতী পূজায় ৪০ মন্ডপে জবি ছাত্রদলের উপহার প্রদান
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবির বি ও সি ইউনিটে শততম নুহা—জাবি ও শাবিতে পজিশন ৫০-এর নি…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ফিক্সিং অভিযোগে পদ ছাড়লেন বিসিবি পরিচালক
  • ২৩ জানুয়ারি ২০২৬