মাভাবিপ্রবির ফুয়াদ শোনালেন মাসে লাখ টাকা আয়ের গল্প

২৬ জুলাই ২০২৩, ১১:২২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মো: ফুয়াদ হাসান ফারাবী

মো: ফুয়াদ হাসান ফারাবী © টিডিসি ছবি

ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসার শুরুটা ছিলো সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যের সফলতার গল্প শুনে। চার বছর পর বর্তমানে তিনি সফল ফ্রিল্যান্সার।  মাসে আয় করেন দেড় থেকে দুই লাখ টাকা। তার নাম মো: ফুয়াদ হাসান ফারাবী। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থীর ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে পাথচলা, প্রতিবন্ধকতা ও সফলতার গল্প তুলে ধরছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের মাভাবিপ্রবি প্রতিনিধি মো. নূর এ আলম নুহাশ-

শুরুটা ছিলো যেভাবে
২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে থাকাকালীন হঠাৎ একদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে একটি ফ্রিল্যান্সিং সম্পর্কিত ভিডিও সামনে আসে ফুয়াদের। পরবর্তীতে ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়া সফল ব্যক্তিদের ভিডিও দেখে তার এ পথে আসার আগ্রহ জন্মায়। এরপর তিনি ফ্রিল্যান্সিং ফিল্ড সম্বন্ধে জানার চেষ্টা করেন পাশাপাশি এ কাজের সাথে জড়িত ব্যক্তিদের সাথে যোগাযোগ করেন এবং  ইউটিউবে ও বিভিন্ন ইন্টারন্যাশনাল প্লাটফর্ম থেকে ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করেন। পরবর্তীতে বন্ধুবান্ধবদের সহযোগিতায় ও এক বড় ভাইয়ের মেন্টরিং এ থেকে এ কাজগুলো শেখেন। 

ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের প্রথম কাজ
কাজ শেখার পর ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে তিনি প্রথম একটি একাউন্ট খোলেন। এর চার মাস পর প্রথম একটি কাজ পান। প্রথম কাজটি সফলভাবে সম্পন্ন করে তিনি ক্লায়েন্ট এর কাছ থেকে ১২ ডলার টিপসসহ মোট ৭২ ডলার পান। 

করোনার সময়ে যেমন ছিলো
প্রথম কাজটি সুন্দরভাবে সম্পন্ন করায় তার আগ্রহ আরো বেড়ে যায়। এরপর করোনাকালীন সময়ে অবসর সময় বেশি থাকায় দিনের বেশিরভাগ সময় এ কাজে ব্যয় করতে থাকেন। এ কারণে তার আয়ের পাশাপাশি এ বিষয়ে দক্ষতাও বাড়তে থাকে। 

বর্তমান অবস্থান
বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষাবোর্ডের অন্তর্ভুক্ত সরকারি তালিকাভুক্ত একজন ফ্রিল্যান্সার। সেই সাথে ফ্রিল্যান্সিং ক্যাটাগরির ডিজিটাল মার্কেটিংয়ে লেভেল ৪ অবস্থানে আছেন। তিনি এ বিষয়ে বিভিন্ন সরকারি ইভেন্টেও আমন্ত্রণ পান। 

শেখা থেকে শেখানো যেভাবে
ফাইভার মার্কেটপ্লেসে টপ রেটেড সেলার হওয়ার পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। এর পরিপ্রেক্ষিতে ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী অনেকেই তার কাছে শেখার আগ্রহ প্রকাশ করেন। এরপর ২০২১ সাল থেকে বেশ কয়েকজনকে নিয়ে তিনি অনলাইন প্লাটফর্ম জুম এর মাধ্যমে শেখানো শুরু করেন। পরবর্তীতে এর বাইরেও আরো দুটি প্রতিষ্ঠানে শেখানোর অফার পান। 

পড়াশোনায় ক্ষতি হয় কিনা
পড়াশোনা গুছিয়ে রাখায় তার পড়াশোনায় তেমন সমস্যা হয় না। তিনি পরীক্ষার সময় তার শিক্ষার্থীদের দিয়ে কাজগুলো করিয়ে নেন। 

নতুনদের জন্য পরামর্শ
ফুয়াদের মতে, ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ারটি পুরোপুরি শ্রম এবং সময়ের ওপর নির্ভরশীল। ধৈর্য ও আগ্রহের সাথে নিয়মিত এ কাজে লেগে থাকতে হয়। এ কাজের জন্য মার্কেটপ্লেস ওর ওপর নির্ভর করে থাকতে হয় না। নিজে স্কিল ডেভেলপ করে নিজেই নিজের আয়ের উৎস বের করে ফেলা সম্ভব। 

বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর কাজগুলোর চাহিদা সবচেয়ে বেশি। ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবগুলো সেক্টর দখল করে ফেলতে পারে। তাই নতুনদের এ বিষয়ে জানতে হবে।

বিইউপি ভর্তি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানাল কর্তৃপক্ষ
  • ১৬ জানুয়ারি ২০২৬
দলীয় প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য, বিএনপির আহ্বায়ককে শোকজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি ইনকিলাব মঞ্চের
  • ১৬ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম-১৩ আসনে জোট থেকে লড়বেন ইমরান ইসলামাবাদী, বাদ পড়লে…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ
  • ১৬ জানুয়ারি ২০২৬
এবার সংবাদ সম্মেলনের ঘোষণা দিল ইসলামী আন্দোলন
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9