স্নাতকোত্তরে প্রথম হলেন কুবি শিবির সেক্রেটারি সাইফুল ইসলাম

১০ জানুয়ারি ২০২৬, ১২:৫৮ PM
মো. সাইফুল ইসলাম

মো. সাইফুল ইসলাম © সংগৃহীত

স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ ফল অর্জন করে প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মো. সাইফুল ইসলাম। তিনি স্নাতকোত্তরে ৪.০০-এর মধ্যে ৩.৬৯ সিজিপিএ অর্জন করেন। এর আগে স্নাতক (সম্মান) পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রেখে তিনি ৩.৫৮ সিজিপিএ পেয়ে চতুর্থ স্থান অর্জন করেছিলেন।

শুক্রবার (৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন সাইফুল ইসলাম নিজেই।

জানা যায়, মো. সাইফুল ইসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ২০২৪ সেশনে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের (পিএএ) জেনারেল সেক্রেটারি (জিএস) হিসেবে দায়িত্ব পালন করেন। একাডেমিক জীবনের পাশাপাশি সাংগঠনিক ক্ষেত্রেও তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

শিক্ষাজীবনের শুরুতে তিনি মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি শাখার অর্থ সম্পাদক ও অফিস সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

ফল প্রসঙ্গে সাইফুল ইসলাম বলেন, ‘এই অর্জন একান্তই আল্লাহর রহমত। পাশাপাশি শিক্ষকবৃন্দের দিকনির্দেশনা, পরিবার ও সহপাঠীদের সহযোগিতা আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। আমি বিশ্বাস করি, একজন শিক্ষার্থীর প্রধান দায়িত্ব হলো একাডেমিক উৎকর্ষ অর্জন করা। সেই জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি নিজেকে শৃঙ্খলিত ও নিয়মতান্ত্রিক পড়াশোনার মধ্যে রাখতে।’

সাংগঠনিক দায়িত্ব ও পড়াশোনার সমন্বয় প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সাংগঠনিক কাজ কখনোই পড়াশোনার অন্তরায় হওয়া উচিত নয়। বরং সুশৃঙ্খল সাংগঠনিক জীবন একজন শিক্ষার্থীকে দায়িত্ববান, সময়ানুবর্তী ও নৈতিকভাবে দৃঢ় করে তোলে। আমি মনে করি, নৈতিকতা ও মেধার সমন্বয় ঘটাতে পারলেই একজন শিক্ষার্থী প্রকৃত অর্থে সমাজ ও রাষ্ট্রের জন্য সম্পদ হয়ে উঠতে পারে।’

এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের বদলে আড়াই কোটি টাকার অদম্য কাপ টুর্নামেন্টের ঘোষ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
 আইইউবিএটির স্প্রিং-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরি…
  • ৩১ জানুয়ারি ২০২৬
হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
দুই নারী প্রার্থীর হাতে প্রতীক তুলে দিলেন জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬