ইনোভেশন হ্যাকাথনে সাফল্য ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের

ইনোভেশন হ্যাকাথনে সাফল্য ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের
ইনোভেশন হ্যাকাথনে সাফল্য ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের  © টিডিসি ফটো

টেকসই প্রযুক্তি উদ্ভাবনে তরুণদের সৃজনশীলতাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে আয়োজিত হলো সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথনের তৃতীয় আসর। আসরের এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ‘তৃতীয় রানার আপ’ হবার গৌরব অর্জন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির(বিডিইউ) শিক্ষার্থীরা। 

হ্যাকাথনে ডিজিটাল ইউনিভার্সিটির হয়ে প্রতিনিধিত্ব করেন শাহরিয়ার হাসান অপু, তৌসিফ মাহমুদ ইমন এবং মোহাম্মদ ফেরদৌস ইফরাত। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের আইওটি প্রোগ্রামের শিক্ষার্থী।

আরও পড়ুন: অপরিকল্পিত উচ্চশিক্ষা: মেধা আর অর্থ দুটোরই অপচয়

‘IoT based crop recommendation using machine learning for precision agriculture’ প্রোজেক্টটি উপস্থাপন এবং বাংলাদেশের কৃষিতে এ প্রোজেক্টের ভবিষ্যৎ ও ইতিবাচকতা তুলে ধরেন বিডিইউ’র এ টিম। বিডিইউ শিক্ষার্থীরা প্রোজেক্টের মাধ্যমে দেখিয়েছেন কোন জমিতে কোন ফসল ভালো ও লাভজনক ভাবে উৎপাদন সম্ভব। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence