শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে রোড ম্যাপ ঘোষণার দাবি জয়পুরহাট শিক্ষার্থীদের

০৭ জুন ২০২১, ০৪:৪৬ PM
 জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ করেছে জেলার সাধারণ শিক্ষার্থীরা

জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ করেছে জেলার সাধারণ শিক্ষার্থীরা © টিডিসি ফটো

অতিদ্রুত করোনা ভ্যাকসিন দিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে অবিলম্বে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া দাবি জানিয়ে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ করেছে জেলার সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রোড ম্যাপ ঘোষণাসহ শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫ ভাগ বরাদ্দের দাবি জানানো হয়।

সোমবার (৭ জুন) সকাল সাড়ে ১১টায় শহরের পাঁচুরমোড়ে সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। এরআগে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা, অতিদ্রুত ভ্যাকসিন দিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া দাবি জানানোর পাশাপাশি শিক্ষাজীবন নিশ্চিত করতে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানসহ শিক্ষক-শিক্ষার্থীদের দ্রুত করোনার টিকা দেওয়ার দাবি জানান।

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী রেহেনা পারভিন খুশি, জয়পুরহাট সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রিফাত রহমান, প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী রাশেদ ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজের স্নাতক (পাস) কোর্সের শিক্ষার্থী রিফাত আমিন রিয়ন, অর্থনীতি বিভাগের সাইফুল ইসলাম সাইফ, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রানা প্রমুখ।

‘একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন’
  • ০৩ জানুয়ারি ২০২৬
‘ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে …
  • ০৩ জানুয়ারি ২০২৬
মানবিক কাজের মাধ্যমে নতুন বছরকে বরণ রুয়েট শিক্ষার্থীদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
জাতিসংঘের এসডিজি চ্যাম্পিয়নশিপে স্বীকৃতি পেলেন ড্যাফোডিল শি…
  • ০৩ জানুয়ারি ২০২৬
শিল্পী ওবায়দুল্লাহ তারেকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে স্ত্রীর ফ…
  • ০৩ জানুয়ারি ২০২৬
তথ্য দেওয়ার পরেও মনোনয়ন বাতিলের অভিযোগ জামায়াত নেতা আযাদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!