এনসিপির সাবেক সদস্য রাকিব হলেন ছাত্র অধিকারের যুগ্ম সাধারণ সম্পাদক

১৩ জানুয়ারি ২০২৬, ০৫:১৪ PM
মোহাম্মদ রাকিব

মোহাম্মদ রাকিব © সংগৃহীত

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করা মোহাম্মদ রাকিব। সোমবার (১২ জানুয়ারি) রাতে সংগঠনটির সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এ পদ দেওয়া হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক বছরের জন্য ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ রাকিব এই দায়িত্ব পালন করবেন। এছাড়া একই প্যাডে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

মোহাম্মদ রাকিব ঢাকা কলেজের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের সময় একজন সম্মুখসারির যোদ্ধা ছিলেন। এছাড়া তিনি মানুষের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে কারাবরণও করেছিলেন। মোহাম্মদ রাকিব ছিলেন এনসিপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য, পরে সেখান থেকে পদত্যাগ করেন তিনি।

জানতে চাইলে মোহাম্মদ রাকিব বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম একটি শক্তি। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে এই সংগঠন জন্মলাভ করে। ১৮ সাল থেকে ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থী ও নাগরিকদের অধিকার আদায়ের আন্দোলন করে আসছে। আমি জাতীয় রাজনীতি থেকে ছাত্র রাজনীতে ফিরে আসছি কারণ আমার শিক্ষার্থীদের নিয়ে কাজ করার অনেক সুযোগ ও সময় রয়েছে।

তিনি বলেন, আমি চেষ্টা করব ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে লক্ষ্য ও উদ্যেশ্যগুলো বাস্তবায়ন করা ও দেশের প্রতিটি ক্যাম্পগুলোকে শিক্ষার্ধীবান্ধব পরিবেশ তৈরি করা। শিক্ষার্থীদের আবাসন ও পরিবহন সংকট দূরীকরণসহ নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন এ ভুমিকা রাখা।

ডা. মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য এনসিপি গর্বিত: নাহিদ
  • ১৬ জানুয়ারি ২০২৬
বয়কট প্রত্যাহার, মাঠে ফিরছেন ক্রিকেটাররা
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিইউপি ভর্তি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানাল কর্তৃপক্ষ
  • ১৬ জানুয়ারি ২০২৬
দলীয় প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য, বিএনপির আহ্বায়ককে শোকজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি ইনকিলাব মঞ্চের
  • ১৬ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম-১৩ আসনে জোট থেকে লড়বেন ইমরান ইসলামাবাদী, বাদ পড়লে…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9