ছাত্রদলে যোগ দিলেন তিতুমীর কলেজ ছাত্র অধিকার পরিষদের নেতা

১০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ PM
ফুল দিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ

ফুল দিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ © সৌজন্যে প্রাপ্ত

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সরকারি তিতুমীর কলেজ শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান রকি ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে কলেজ শাখা ছাত্রদলে যোগদান করেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য ফুল দিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক শেখ শাহানাজ পারভীনসহ শাখা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পদত্যাগের কারণ জানতে চাইলে আব্দুর রহমান রকি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতি অনুসরণ করি। ক্যাম্পাসে নোবেল ইসলাম সূর্য’র কাজকর্ম দেখে মুগ্ধ হয়েছি। তিনি ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছেন। তার চিন্তাধারা ও কর্মনিষ্ঠা আমাকে অনুপ্রাণিত করেছে।’

তিনি আরও বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়েই আমি ছাত্র অধিকার পরিষদের পদ থেকে পদত্যাগ করে স্বেচ্ছায় ছাত্রদলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এ বিষয়ে ছাত্রদল নেতা নোবেল ইসলাম সূর্য বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কেউ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেয়, আমরা তাকে স্বাগত জানাই। যারা ছাত্রদলে যোগ দেবে, তাদের রাজনৈতিক পথকে আরও মসৃণ করতে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।’

উল্লেখ্য,  চলতি বছরের ১৮ অক্টোবর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত কমিটিতে রকিকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

ফ্যাসিস্ট হাসিনা যেন আর কোনদিন বাংলাদেশে জায়গা না পায়: ফেলা…
  • ০৭ জানুয়ারি ২০২৬
জকসুর ৩৩ কেন্দ্রের ফল প্রকাশ, জয়ের পথে শিবির
  • ০৭ জানুয়ারি ২০২৬
সিলেটকে হারিয়ে শীর্ষে উঠল চট্টগ্রাম
  • ০৭ জানুয়ারি ২০২৬
রাবি প্রেসক্লাবের তিন সাংবাদিককে ‘জুলাই সম্মাননা স্মারক’ প্…
  • ০৭ জানুয়ারি ২০২৬
নিজ বিভাগে দাপট দেখালেন শিবিরের ভিপি প্রার্থী রিয়াজ
  • ০৭ জানুয়ারি ২০২৬
আরও পাঁচ কেন্দ্রের ফল প্রকাশ, শীর্ষ ৩ পদে ব্যবধান বাড়াচ্ছে …
  • ০৭ জানুয়ারি ২০২৬