ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন মো. নাছির উদ্দীন শাওন © টিডিসি ফটো
সদ্য প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শীতবস্ত্র বিতরণ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৭ জানুয়ারি) ঢাবি এলাকায় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওনের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম আল নাছের মিশুক, যুগ্মসাধারণ সম্পাদক আকিব জাবেদ রাফি গণসংযোগ বিষয়ক সম্পাদক মানিউল আলম পাঠান শান্ত, সহ সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক,হাসিবুর রহমান সাকিব, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরকানুল ইসলাম রূপক, হাজী মুহম্মদ মহসিন হল ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোছাইন রবিন, শহীদুল্লাহ হল ছাত্রদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম নাহিদ, জিয়া হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইভান, জগন্নাথ হল ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিপন সরকারসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হল শাখা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
জানা গেছে, বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঢাবি ক্যাম্পাসে গরীব, অসহায়, শ্রমজীবী ও মেহনতী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন।
নাছির উদ্দীন শাওন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণমানুষের নেতা। তার আদর্শ বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আজ গৃহহীন ও শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এই অসহায় মানুষগুলোর দোয়া যেন আল্লাহ কবুল করেন এবং ম্যাডামকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। প্রিয় নেত্রীর অনুপস্থিতিতে তাঁর ভালোবাসার মানুষদের পাশে থাকতে পারা আমাদের জন্য পরম সৌভাগ্যের।