জাবি ছাত্রদলের উদ্যোগে বেগম জিয়ার কবর জিয়ারত ও কুরআন খতম © টিডিসি ফটো
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপারসন ও প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কুরআন খতমের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল নেতা। সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৪টায় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল হোসেনের নেতৃত্বে এ আয়োজন করা হয়।
এদিকে, মাজার জিয়ারতের পূর্বে বেগম খালেদা জিয়ার কবরে ১০ জন হাফেজের অংশগ্রহণে কুরআন খতম হয়। পরে হাফেজ এতিম শিশুদের সঙ্গে নিয়েই ছাত্রদল নেতাকর্মীরা মাজার জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এবিষয়ে মো. ফয়সাল হোসেন বলেন, বাংলাদেশের আপসহীন নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। তার বিদায়ে বাংলাদেশ অভিভাবকহীন হয়ে পড়েছে। এই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। বেগম জিয়া সারাজীবন দেশ ও দেশের মানুষের কল্যাণের কথাই ভেবেছেন। তার নেতৃত্ব, আদর্শ ও সংগ্রামের মাধ্যমে তিনি দল-মত নির্বিশেষে দেশের সব মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে তার জানাজা সেটির স্পষ্ট প্রমাণ। তার নেতৃত্ব ও আদর্শ আমাদের জন্য আজীবন পথপ্রদর্শক হয়ে থাকবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মেহেদী হাসান, আলোকুর রহমান আলোক, সাইফ উদ্দিন, তৈয়বুর রহমান, সোহেল আহমেদ, আহ্বায়ক সদস্য ফেরদৌস রহমান, পলাশ শেখ, মোস্তাফিজুর রহমান, তৌহিদুল ইসলাম সাওন, হিযবুল্লাহ সামির, শেখ সাদী, জিসান, ইশাত, তন্ময়, রায়হানুল ইসলাম, লিখন রয়, রাজিব হোসেইন, ইফরাত আমিন অক্ষর, সোলাইমান সাব্বির, রাশেদুল ইসলাম, নাহিদ, মুইন খন্দকার, সামির, মেহেদী হাসান, সাইদুল হাওলাদার, আসিফুজ্জামান, সিনহা, আদনান প্রমুখ।