কুবিতে বেগম জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

০৫ জানুয়ারি ২০২৬, ০৫:০৫ PM
কুবির প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে খালেদা জিয়ার স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়

কুবির প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে খালেদা জিয়ার স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয় © টিডিসি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) প্রতিষ্ঠাতা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাসুদা কামাল ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলায়মান ও সভাপতিত্ব করেছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল হাকিম

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী, যে তার আদর্শ ও নীতি কখনো ছাড়েননি। তিনি দেশের জন্য, জনগণের জন্য এবং শিক্ষার প্রসারে যে অবদান রেখেছেন, তা চিরস্মরণীয়।’

বিশেষ বক্তব্যে, উপ উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল বলেন, ‘বেগম খালেদা জিয়া ব্যাক্তিগত এবং রাষ্ট্রীয় জীবন ছিল সংগ্রামের, কোনোরকম ভয়ভীতি, লোভ-লালসায় তিনি আপস করেননি, তিনি আপসহীন ছিলেন,  তিনি মজলুম ছিলেন, তিনি রাষ্ট্রের অভিভাবকের ভূমিকায় ছিলেন, তিনি স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছেম। তার নেতৃত্ব, দৃঢ়তা ও নৈতিকতা সবসময় আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

স্মরণ সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9