ইনসেটে মেঘলা © সংগৃহীত
শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের সময় তারেক রহমানের ঠিক পেছনে ছিলেন ডাকসুর ভিপি প্রার্থী আবিদ, আর তার পেছনে অবস্থান করছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব। এই দৃশ্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ওঠে—কেন রাকিবের আগে আবিদ, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি-সেক্রেটারির প্রটোকল ভেঙে আবিদ সামনে কেন।
এ ঘটনাকে ঘিরে কেউ কেউ অভ্যন্তরীণ কোন্দলের ইঙ্গিত দিলেও ভিন্ন ব্যাখ্যাও সামনে এসেছে। এবার এ বিষয়ে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের নারী এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা।
আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘তারেক রহমান যখন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে যায় সেখানে তার পেছনে ছিল আবিদ। আবিদের পেছনে দাঁড়ানো ছিল ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব। এই ঘটনা দিয়ে বেশ সমালোচনা এমনকি অন্ত কোন্দল হতেও দেখা যায়। ‘কেনো রাকিবের আগে আবিদ’, ‘ঢাবি ছাত্রদলের সভাপতি- সেক্রেটারিকে না নিয়ে আবিদ কেনো সেখানে’ ইত্যাদি।
আমি মনে করি এটা তারেক রহমানের প্রজ্ঞা। তিনি ১৭ বছর বাহিরে ছিলেন। যথেষ্ট জ্ঞান এবং রাজনীতি বুঝে এসেছেন। বাংলাদেশের যত মানুষ কেন্দ্রীয় সভাপতি রাকিব কিংবা ঢাবির সভাপতি- সেক্রেটারিকে চেনে, তার থেকে কয়েক গুণ মানুষ আবিদকে চেনে ডাকসু নির্বাচনের কারণে। আবিদ কেবল আবিদ নয় এখন। তার অন্যান্য অনেক বিষয় নিয়ে সমালোচনা হতে পারে। কিন্তু দিন শেষে সে ‘ডাকসু ভিপি প্রার্থী আবিদ’।
তারেক রহমান তরুণদের টানতে চাচ্ছেন। ছাত্রসংসদ নির্বাচন করা ছাত্রদলের প্যানেলের বাকিদেরকেও হয়তো কাছে টানবেন। উচিতও তাদের এখন থেকে নার্সিং করে ভবিষ্যতে নেতা হিসেবে তৈরি করা।’