জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণে ফের সিন্ডিকেট সভা শুরু

৩০ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ PM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ PM
 জকসু নির্বাচন

জকসু নির্বাচন © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ স্থগিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিন্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ভোটগ্রহণের দিন সকালে এমন সিদ্ধান্তে সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ফলে নির্বাচনের নতুন তারিখ ও পরবর্তী করণীয় নির্ধারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় সিন্ডিকেট সভা শুরু করেছে।  

পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর প্রথমবারের মতো এই নির্বাচনে অংশ নিতে সকাল থেকেই শিক্ষার্থীরা দলে দলে কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। তবে খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা ডাকে। সভায় শোকাবহ পরিস্থিতির কথা বিবেচনা করে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ক্ষোভ ও বিক্ষোভের মুখে প্রশাসন এখনো আনুষ্ঠানিকভাবে স্থগিতাদেশের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি।

নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম সিন্ডিকেট সভা শেষে বলেন, ‘শোকাবহ এই সময়ে আমরা নির্বাচনের উৎসব চাই না। এ জন্য জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হচ্ছে।’ শোকের পরিবেশে নির্বাচনের আমেজ বজায় রাখা সম্ভব নয় বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, দুই দশকের দীর্ঘ প্রতীক্ষার পর এই নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাস নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছিল। শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক প্রাণচাঞ্চল্য। তবে ভোট শুরু হওয়ার আগমুহূর্তে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সব প্রস্তুতি থমকে গেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সিন্ডিকেট সভার আলোচনার ভিত্তিতে নির্বাচনের নতুন সময়সূচি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

ট্যাগ: জকসু
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা প্রহরীদের সঙ্গে ছাত্রদলে…
  • ২১ জানুয়ারি ২০২৬
 'ধানের শীষ' প্রতীকের পক্ষে প্রচারণায় নেতাকর্মীদের ছাত্রদলে…
  • ২১ জানুয়ারি ২০২৬
কী প্রতীক পেলেন রুমিন ফারহানা?
  • ২১ জানুয়ারি ২০২৬
এক দিনেই যে ৭ জেলায় সমাবেশ করবেন তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
আরও এক বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি 
  • ২১ জানুয়ারি ২০২৬
মাথা কখন গরম হয়, যখন চোখে অন্ধকার দেখে
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9