ওসমান হাদি হত্যাকাণ্ড
তদন্তে এফবিআই-স্কটল্যান্ড ইয়ার্ডের মতো গোয়েন্দা সংস্থা রাখার দাবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ PM , আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ PM
ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে অতি দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে ৩০ কর্মদিবসের মধ্যে বিচার সম্পন্ন করাসহ তিন দফা দাবি জানিয়েছে প্লাটফর্মটি।
তাছাড়াও, তদন্তের জন্য প্রয়োজনে যুক্তরাষ্ট্রের এফবিআই অথবা ইংল্যান্ডের স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারি এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে যুক্ত করার দাবিও জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্লাটফর্মটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ দাবি জানান।
তিনি বলেছেন, কালক্ষেপণ করলে চলবে না। নির্বাচনকে স্থিতিশীল ও সুষ্ঠু করার জন্য ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতার করতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি। ঘটনার সুষ্ঠু জবাবদিহিতার দাবিতে আমরা সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু তারা তা মানেনি। আজ (সোমবার) বিকেল ৩টায় আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ডেকেছি। বিক্ষোভ পরবর্তী সময়ে আমরা কর্মসূচি ঘোষণা করব যে, এই সরকারের সাথে আমরা রয়েছি নাকি এই সরকার পতনের আন্দোলন ইনকিলাব মঞ্চের থেকেই শুরু করব। এইটাই হবে আমাদের দাবি।
আরও পড়ুন: ওসমান হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে: আসিফ নজরুল
আবদুল্লাহ আল জাবের আরও বলেন, ওসমান হাদির হত্যার বিচার হবে না, কিন্তু সরকারের স্থিতিশীলতা রক্ষায় তার সাথে বসে আমাদের লিয়াজো করতে হবে, সেই টিম ওসমান হাদি তৈরি করেননি। বাংলাদেশের জনগণ যদি ওসমান হাদির টিমের সাথে নাও থাকে, তবুও তার হত্যার বিচারের দাবিতে রাজপথে বসে থাকবে। বিচার নিশ্চিত না করে ঘরে বসে থাকার টিম ওসমান হাদির না।
এসময় তিনি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ৩ দফা দাবি জানান। সেগুলো হলো- দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করা। তদন্তের জন্য এফবিআই অথবা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারি এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে যুক্ত করা; সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা।
এছাড়া, স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাকে জনগণের কাছে তাদের অপারগতার কারণ প্রকাশ করে এই খুনের সকল দায় নিয়ে পদত্যাগ করতে হবে।