গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোগো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোগো  © সংগৃহীত

গাইবান্ধায় একটি রাজনৈতিক দলের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘটিত এক ঘটনাকে অজুহাত দেখিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার ৬ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। এদের বিরুদ্ধে ‘জনপরিসরে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন’ ও ‘বিশৃঙ্খলা সৃষ্টি’র অভিযোগ আনা হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত পৃথক নোটিশে নেতাদের ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশপ্রাপ্ত নেতাদের মধ্যে রয়েছেন গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক মাসুদ রানা, সদস্যসচিব বায়োজীদ বোস্তামী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, শাকিল শেখ, সংগঠক অতনু সাহা ও মেহজাবিন। নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ৫ ডিসেম্বর গাইবান্ধা জেলায় একটি রাজনৈতিক দলের কমিটিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ কেন্দ্রীয় কমিটির নজরে এসেছে।

তবে এ অভিযোগকে চ্যালেঞ্জ করে নেতাদের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য উঠে এসেছে। গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক মাসুদ রানা দাবি করেন, মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় তাদের এই নোটিশ বা ‘শোকজ’ দেওয়া হয়েছে। অন্যদিকে যুগ্ম আহ্বায়ক শাকিল শেখ জানান, তিনি ৫ ডিসেম্বর ঘটনার দিন থেকে ঢাকায় অবস্থান করছেন, তবু তাকে নোটিশ দেওয়া হয়েছে এবং পার্টি অফিসে ডাকা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ ডিসেম্বর গাইবান্ধায় নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের একটি গোপন কমিটি গঠন নিয়ে স্থানীয়ভাবে কিছু বিক্ষোভ ও উত্তাপ তৈরি হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি সম্ভবত সেই উত্তাপ বা কোনো অপ্রীতিকর ঘটনাকে সংগঠনের জন্য ক্ষতিকর হিসেবে দেখছে, যার ফলশ্রুতিতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংগঠনটির অভ্যন্তরীণ সূত্রমতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলায় সংগঠনের স্থানীয় নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় কমিটির মতপার্থক্য ও সম্পর্কের টানাপোড়েন লক্ষ করা যাচ্ছে। গাইবান্ধার এ ঘটনাটি সেই অভ্যন্তরীণ দ্বন্দ্বেরই একটি বহিঃপ্রকাশ হতে পারে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence