গুম কমিশনে অভিযোগ দায়ের করলেন সমন্বয়ক ইব্রাহীম নিরব

০২ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ PM
গুম কমিশনে অভিযোগ দায়ের সমন্বয়ক ইব্রাহীম নিরবের

গুম কমিশনে অভিযোগ দায়ের সমন্বয়ক ইব্রাহীম নিরবের © সংগৃহীত

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে আজিমপুর থেকে অপহরণ ও নির্মম নির্যাতনের শিকার হওয়ার ঘটনায় গুম কমিশনে অভিযোগ দায়ের করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ইব্রাহীম নিরব। অভিযোগ গ্রহণের পর কমিশন জানিয়েছে, মেয়াদ শেষ পর্যায়ে থাকলেও দ্রুত তদন্ত চালিয়ে সংশ্লিষ্ট দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

গতকাল সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশান-১ এর গুম কমিশন অব ইনকোয়ারি অফিসে কমিটির সদস্য অ্যাডভোকেট নাবিলা ইদ্রিসের সুপারিশে এ লিখিত অভিযোগ দেন তিনি। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির লিগ্যাল সেল সম্পাদক মোস্তাকিম বিল্লাহ মাহফুজসহ প্লাটফর্মটির আরও কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

অভিযোগপত্রে নিরব উল্লেখ করেন, কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর থেকেই স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নিয়মিত হুমকি ও হয়রানি চালিয়ে আসছিল। তারা আমার সব ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দাদের কাছে সরবরাহ করে গ্রেফতারের জন্য চাপ সৃষ্টি করতে থাকে। ১৮ জুলাই আজিমপুর চৌরাস্তায় তাকে বহনকারী রিকশা থামিয়ে ধারালো অস্ত্র, স্টিল পাইপ, রড, হকিস্টিক ও স্ট্যাম্প দিয়ে প্রায় ২০ মিনিট পিটিয়ে অচেতন করা হয়। পরে সাদা পোশাকধারীরা চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে গেলে শুরু হয় আরও ভয়াবহ নির্যাতন।

তিনি জানান, মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে তাকে অন্ধকার সেলে কয়েকদিন রেখে খাদ্য–পানীয় বঞ্চিত করে রাখা হয়। নির্যাতনের মাত্রা এতটাই তীব্র ছিল যে, নখ উপড়ে ফেলা, পায়ে আঘাত, এবং যৌনাঙ্গে স্টিল পাইপ দিয়ে আঘাত করে তাকে স্থায়ীভাবে অক্ষম করার চেষ্টা করা হয়। নির্যাতনের পর তাকে একটি মিথ্যা মামলায় আসামি দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয় এবং যোগাযোগ বিচ্ছিন্ন রাখা হয়। 

বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিরব জানান, তিনি এখনও শারীরিক অসুস্থতা ও মানসিক ট্রমা থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি, পরিবারও চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। নিষিদ্ধঘোষিত লীগ সন্ত্রাসীরা প্রতিনিয়ত বিভিন্ন ভাবে মেরে ফেলার হুমকি দিয়ে বেড়াচ্ছে। সরকারের কাছে তিনিসহ সব জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের দাবি জানান।

আরও পড়ুন: ‘কার কত বড় কলিজা, আমি দেখে ছাড়ব’—বেরোবি ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল

তিনি আরও বলেন, আমাকে গুমের ঘটনায় আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও লালবাগ থানায় পৃথকভাবে দুইটি মামলা দায়ের করব। বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে আমার দীর্ঘদিনের শঙ্কা থাকলেও সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকার ও ট্রাইব্যুনালের কিছু পদক্ষেপ, বিশেষ করে গুম-খুন-নির্যাতনের অভিযোগে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিচারের আওতায় আনা এবং দুই হাজার ছাত্র-জনতাকে হত্যার দায়ে পতিত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ন্যায়বিচারের প্রতি আমার আস্থা কিছুটা ফিরিয়ে দিয়েছে। নিরাপত্তাহীনতা ও ট্রমা কাটিয়ে আজ আমি নিজের ঘটনার ন্যায় বিচার দাবি করতে এসেছি।

নিরব বলেন, আমার দাবি শুধু ব্যক্তিগত নয়, অতীতের গুম-নির্যাতনের শিকার সব ছাত্র-যুবকের জন্যও বিচার চাই। যারা এসব ঘটিয়েছে, এবং যারা পরিকল্পনা ও নির্দেশনায় যুক্ত ছিল—সবাইকে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি গুম কমিশনের কাছে থাকা মামলাগুলোর সমাধান ও পরবর্তী প্রক্রিয়া তাদের মেয়াদ শেষ হওয়ার আগেই স্পষ্টভাবে নির্ধারণ করা জরুরি।

পাশাপাশি তিনি পরিকল্পিত অপহরণ, গুম, নির্যাতন, ও মিথ্যা মামলা চক্রের সঠিক পূর্ণাঙ্গ তদন্ত, জুলাই গণঅভ্যুত্থানসহ শেখ হাসিনার আমলের সব ঘটনার দ্রুত নিষ্পত্তি এবং ভুক্তভোগীদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের দাবি জানিয়ে বলেন, যারা দোষী ও পরিকল্পনাকারী ছিল তাদের সম্পত্তি জব্দ করে আদালতের মাধ্যমে ভিক্টিমদের ক্ষতিপূরণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

আদালতে মিথ্যা মামলা দায়ের করতে এসে বাদী নিজেই কারাগারে
  • ১৫ জানুয়ারি ২০২৬
স্ত্রী তাসনিম জারা ও নিজেকে নিয়ে ছড়ানো লেখা ‘বিভ্রান্তিকর’ …
  • ১৫ জানুয়ারি ২০২৬
ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর 
  • ১৫ জানুয়ারি ২০২৬
‎খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে শোক বই
  • ১৫ জানুয়ারি ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার
  • ১৫ জানুয়ারি ২০২৬
জাবির তরুণ শিক্ষার্থীদের ৮ পরামর্শ দিলেন মিজানুর রহমান আজহা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9