কড়াইল বস্তিতে আগুন
অগ্নিযুদ্ধের ‘সুপার হিরো’ ছাত্রদল কর্মী ইয়াসিন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ PM
রাজধানীর কড়াইল বস্তিতে সম্প্রতি যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই মুহূর্তে এক অসাধারণ মানবিক উদাহরণ সামনে এসেছে। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে ছুটোছুটি করলেও বনানী থানা ছাত্রদলের কর্মী ইয়াসিন শাকিল তার দ্রুত উদ্যোগে পাইপ হাতে আগুন নেভানোর কাজে অংশ নিয়েছেন। এই দৃশ্য সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে এবং নেটিজেনরা তাকে ‘সুপার হিরো’ হিসেবে অভিহিত করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের তীব্রতা এবং ঘন ধোঁয়ার মধ্যে অনেকেই নিরাপদ স্থানে যাওয়ার জন্য দৌঁড়াচ্ছিলেন। এমন পরিস্থিতিতে ইয়াসিন শাকিলের সাহসী পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে সাহায্য করতে সক্ষম হন এবং আশেপাশের মানুষদেরও উদ্ধার করতে সহায়তা করেন। তিনি তার নিরাপত্তা ঝুঁকি নিয়ে দায়িত্বশীলভাবে কাজ করেছেন, যা অনেকে প্রশংসা করেছেন।
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যবহারকারী ইয়াসিন শাকিলের মানবিক সাহস এবং আত্মত্যাগকে উদাহরণ হিসাবে তুলে ধরেছেন। সমাজকর্মী তামান্না ইয়াসমিন লিখেছেন, সুপার হিরোদের কেবল কমিকসে দেখা যায় না, বাস্তবেও এমন মানুষ আছে যারা বিপদে এগিয়ে আসে। দুর্যোগে একজনের সাহস শুধু নিজেকেই নয়, আশেপাশের মানুষকেও রক্ষা করতে পারে। ইয়াসিন সেটিই করেছেন।
বনানী থানা ছাত্রদলের এক নেতা জানান, ইয়াসিন শাকিল সবসময় স্বেচ্ছাসেবী এবং সহায়ক প্রকৃতির ছাত্রনেতা হিসেবে পরিচিত। তার এই উদ্যোগ শুধু ছাত্রদলের পরিচয় নয় বরং সমাজের প্রতি তার মানবিক দায়িত্ববোধকেও ফুটিয়ে তুলেছে। রাজনৈতিক পরিচয় এবং পার্টির অন্য কর্মকাণ্ড যাই হোক, অগ্নিকাণ্ডের সময় ইয়াসিন শাকিলের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।