অবৈধভাবে হলের সিট দখলের অভিযোগ রাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১২:১০ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে অবৈধভাবে সিট দখলের অভিযোগ উঠেছে হল শাখা ছাত্রদলের সহসভাপতি মাহবুব রহমানের বিরুদ্ধে। হল প্রশাসনের অনুমতি ছাড়াই হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মনিরুলকে নিজের রুমের ফাঁকা সিটে তোলার অভিযোগ তার বিরুদ্ধে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৩ নভেম্বর এক অনাবাসিক শিক্ষার্থীকে অবৈধভাবে হলে তোলে অভিযুক্ত ছাত্রনেতা। বিষয়টি হল কর্তৃপক্ষের নজরে এলে ওই হলের প্রভোস্ট মনিরুলকে অফিসে ডেকে পাঠান। এসময় উপস্থিত ছিলেন ওই হলের হাউজ টিউটর অধ্যাপক ড. মো. মতিউর রহমান, হল ছাত্রসংসদের ভিপি মোজাম্মেল, জিএস আরিফুল এবং ছাত্রদলের সহসভাপতি মাহাবুব।
জিজ্ঞাসাবাদে মনিরুল স্বীকার করেন যে তিনি প্রভোস্টের অনুমতি ছাড়াই হলে উঠেছেন। কে তাকে সিটে তুলেছে—জিএসের এমন প্রশ্নে তিনি বলেন, মাহাবুব ভাই উঠতে বলেছেন।
এ বিষয়ে মাহাবুব জানান, মানবিক কারণে তিনি মনিরুলকে রুমে তুলেছেন এবং এতে কারও অধিকার ক্ষুণ্ণ হয়নি বলে দাবি করেন। এ নিয়ে ভিপি মোজাম্মেলের সঙ্গে তার বাগ্বিতণ্ডাও হয় বলে জানা গেছে।
হল প্রশাসন মনিরুলকে সোমবার দুপুরের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেন এবং এ বিষয়ে আনুষ্ঠানিক নোটিশও প্রদান করা হয়। তবে অভিযোগ রয়েছে, তিনি নির্দেশ অমান্য করে গতকাল (২৪ নভেম্বর) পর্যন্ত হলে অবস্থান করেছেন এবং বিভিন্ন অজুহাত দেখিয়েছেন। তবে আজ (২৫ নভেম্বর) তাকে হলে দেখা যায়নি।
হলের নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) মোজাম্মেল বলেন, আমরা দীর্ঘদিন ছাত্রলীগের সিটসংক্রান্ত অনিয়ম দেখেছি। এখন ছাত্রদলও একই পথে হাঁটছে। এতে প্রকৃত যোগ্য শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে।
এই বিষয়ে জানতে হল শাখা ছাত্রদলের সহসভাপতি মাহাবুব রহমানকে ফোন করা হলে তিনি কল কেটে দেন। এরপর একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, আমার জানামতে ওই শিক্ষার্থী হলে থেকে নেমে গেছে। এখনও হলে আছে কি না তা খোঁজ নিয়ে দেখছি।