দাবি আদায়ে দুই সন্তানকে নিয়ে আন্দোলনে প্রাথমিক শিক্ষিকা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১২:৩০ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৫৮ AM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি আদায়ে দুই সন্তানকে নিয়ে সমাবেশে এসেছেন কুমিল্লার শিক্ষক হোসনে আক্তার মায়া। জাতি গড়ার কারিগরদের দুর্দশা অনুধাবন করতেই সন্তানদের নিয়ে এসেছেন তিনি।
শনিবার (৩০ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ প্রতিবেদকের কথা হয় হোসনে আক্তার মায়ার। কুমিল্লার চৌদ্দগ্রামের সুরিকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন তিনি।
হোসনে আক্তার মায়ায় দুই ছেলে হিমেল (১১) ও হাসিব (১০) বলেন, ‘আম্মুর দাবি আদায়ে তারাও সহযাত্রী হয়েছেন’।
হোসনে আক্তার মায়া বলেন, ‘দেশ গড়ার কারিগরদের এভাবে রাস্তায় দাবি আদায়ের জন্য নামানো জাতির জন্য লজ্জার। আমরা ১৩তম গ্রেডে চাকরি করছি। যে বেতন পাই, তা দিয়ে সন্তানদের উন্নত ভবিষ্যতের কথা চিন্তা করতে পারি না। সরকারের কাছে অনুরোধ দ্রুত আমাদের দাবি মেনে নেওয়া হোক’।
এর আগে শনিবার ভোর থেকেই তিন দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হতে থাকেন শিক্ষকরা। বেলা বাড়ার সাথে সাথে শিক্ষকদের উপস্থিতিও বাড়তে থাকে। শহীদ মিনার এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
সমাবেশে শিক্ষকরা তাদের তিন দফা দাবি তুলে ধরেন। যার মধ্যে রয়েছে- বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ, শতভাগ পদোন্নতি এবং উন্নীত ও উচ্চতর স্কেল পৃথকীকরণ।