সাজিদের খুনিদের গ্রেপ্তার ও ফ্যাসিস্টের দোসরদের বিচার দাবিতে ইবি ছাত্রদলের বিক্ষোভ
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৫:৩৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:০৮ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে শ্বাসরোধে হত্যার ঘটনায় খুনিদের গ্রেপ্তার এবং আওয়ামী ফ্যাসিস্টের দোসরদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বুধবার (২৭ আগস্ট) বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্যসচিব মাসুদ রুমি মিথুন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, কর্মী রোকনুজ্জামান, স্বাক্ষর, উল্লাস, তৌহিদ, আলামিন, মোহাম্মদ আলী, রেজাউল রাকিবসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিলে নেতাকর্মীরা ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, ‘বিচার বিচার বিচার চাই, সাজিদ হত্যার বিচার চাই, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’, ‘তুমি কে আমি কে, সাজিদ সাজিদ’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘আওয়ামী লীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’; ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’; ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দেন।
আরও পড়ুন: এনটিআরসিএর মাধ্যমে মাদ্রাসার প্রভাষক নিয়োগ পদ্ধতিতে বড় পরিবর্তন
সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘এক মাস ১০ দিন হয়ে গেলেও সাজিদ হত্যার প্রকৃত খুনিরা এখনো গ্রেপ্তার হয়নি। প্রশাসন এখনো খুনিদের শনাক্ত করতে পারেনি। ইতোপূর্বে ফ্যাসিবাদী আমলে ছাত্রলীগের সন্ত্রাসীরা লালন হলে লুটপাট করলেও প্রশাসন বিচার করেনি। প্রশাসন যদি মনে করেন আপনারা ফ্যাসিস্টদের উত্তরসূরি হবেন, আপনাদের পরিণতিও সেই পতিত ফ্যাসিস্টদের মতোই হবে। অনতিবিলম্বে সাজিদ হত্যার বিচার করবেন নইলে জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে ফ্যাসিস্টদের বিতারনের মতোই আপনাদের বিরুদ্ধে আন্দোলন করবে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা এখানে পড়াশোনা করতে এসেছি, জীবন দিতে আসিনি।’
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সাজিদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই। আমি কুষ্টিয়ার এসপি, ইবি থানার ওসিসহ সবার সাথে কথা বলেছি। পুলিশের উপর ছাত্রদলের আস্থা আছে তবে আপনারা আরেকটু সক্রিয়ভাবে কাজ করে সাজিদের খুনিদের গ্রেপ্তার করুন। সাজিদ হত্যার ঘটনায় শিক্ষার্থীরা আতঙ্কিত, আমরা অনিরাপদ বোধ করছি। ইসলামী বিশ্ববিদ্যালয়কে নিরাপদ ক্যাম্পাস বানাতে যা করণীয় তা করুন৷ সিকিউরিটি গার্ডের প্রহরা, লাইট ও সিসিটিভি বাড়াতে হবে। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারা যেভাবে আমাদের অত্যাচার করেছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’