এনটিআরসিএর মাধ্যমে মাদ্রাসার প্রভাষক নিয়োগ পদ্ধতিতে বড় পরিবর্তন

এনটিআরসিএ লোগো
এনটিআরসিএ লোগো  © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে মাদ্রাসার প্রভাষক পদে নিয়োগে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে কেবলমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আগের মতো প্রিলিমিনারি থাকছে না।

বুধবার (২৭ আগস্ট) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে পরীক্ষা পদ্ধতি নিয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সভায় উপস্থিত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ জানান, সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসায় প্রভাষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা ২০০ নম্বরের ভিত্তিতে হবে। এর মধ্যে ১৪০ নম্বর বিষয়ভিত্তিক। বাকি ৬০ নম্বরের মধ্যে বাংলা ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ১৫ এবং গণিত ও বিজ্ঞান ১৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে নেওয়া এ সিদ্ধান্ত পরবর্তীতে চূড়ান্ত অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এটি কাঠামো চূড়ান্ত করা হবে। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!