ডিএমটিসিএল নিয়োগ পরীক্ষা স্থগিত, পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
- মির্জা নাদিম, গাজীপুর
- প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ০৮:২৬ PM
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অধীনে প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে গাজীপুরের শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক রিটের কারণে ডিএমটিসিএলের সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদ উন্মুক্ত না করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে বলেও তারা দাবি করেন। এসবের প্রতিবাদে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একযোগে আন্দোলনে নেমেছেন।
বিক্ষোভের কারণে গাজীপুরের ব্যস্ততম শিববাড়ি মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে মূল শহর জয়দেবপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীসহ সাধারণ মানুষ।
শিক্ষার্থীরা দ্রুত নিয়োগ পরীক্ষা নেওয়া ও উপ-সহকারী প্রকৌশলী পদ উন্মুক্ত করার দাবি জানিয়ে বলেন, ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।