সমাবেশ শেষে শাহবাগ পরিষ্কার করলেন ছাত্রদল নেতাকর্মীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১০:১৭ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০৯:৪৮ PM
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশ শেষে শাহবাগ পরিষ্কার করেছেন ছাত্রদল নেতার্মীরা। রবিবার (৩ আগস্ট) সন্ধ্যার দিকে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সড়ক পরিষ্কার করতে দেখা গেছে।
সড়ক পরিষ্কার করা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, সমাবেশের আগে ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অনেকগুলো কেন্দ্রীয় নির্দেশনা ছিল। তার মধ্যে একটি, সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করা। আমরা সেই নির্দেশনা অনুযায়ী সড়ক পরিষ্কার করেছি।
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালেহ মো. আদনান বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাছাড়া আজ যেহেতু আমাদের সমাবেশ ছিল, তাই অনেকে ইচ্ছায়-অনিচ্ছায় সড়কে ময়লা-আবর্জনা ফেলেছে। এ জন্য সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করা আমাদের দায়িত্ব ছিল। আমরা সড়কের মতো এ দেশ থেকে সব ময়লা-আবর্জনা দূর করে একটি সুন্দর, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।
এর আগে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান খান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান।
তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় ছাত্র সমাবেশটি। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় সমাবেশ শেষ হতেই ঝাড়ু নিয়ে নেমে পড়েন নেতাকর্মীরা। সমাবেশ স্থলসহ এলাকায় পরিষ্কার কার্যক্রম চালান তারা।