রানিং স্টুডেন্ট দিয়ে কোনো ছাত্রসংগঠন পরিচালনা সম্ভব নয়: রাকিব

ফেস দ্যা পিপলের টকশোতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব
ফেস দ্যা পিপলের টকশোতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব  © ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘বাংলাদেশের কোনো বৃহৎ ছাত্রসংগঠন কখনো রানিং স্টুডেন্ট দিয়ে পরিচালনা করতে পারবেন না। কারণ, অনার্সের থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের একজন যদি পড়াশোনা বাদ দিয়ে সারাদেশে এ ধরনের কাজ করে বেড়ায়; তাহলে সে তো পাসই করতে পারবে না।’

সম্প্রতি ফেস দ্যা পিপলের এক টকশোতে তিনি এ মন্তব্য অনুষ্ঠানে তার এ বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মাসুদ মান্নান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

টকশোতে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘এটা একটা জরুরি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে, ছাত্রসংগঠনগুলোর শীর্ষ নেতৃত্বে রানিং স্টুডেন্টদের অংশগ্রহণ। আমাদের কমিটি হয়েছে ২০২৪ সালে, যখন খুনি হাসিনা ছিল। এই খুনি হাসিনা পতনের জন্যে এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিগত সময়ে আমাদের ভূমিকা এ কমিটি গঠিত হয়েছে। সে প্রেক্ষিতে আমরা এখন পর্যন্ত দায়িত্ব পালন করে আসছি। পরবর্তীতে বাস্তবতার প্রেক্ষিতে আমরা কনসার্নড হয়েছি যে, আমাদের রানিং স্টুডেন্টদের দিকে ধাবিত হতে হবে।’

রানিং স্টুডেন্ট দিয়ে সংগঠন পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আজকে এই জায়গা থেকে একটা কথা বলি। বাংলাদেশের কোনো বৃহৎ ছাত্রসংগঠন (কেন্দ্র) কখনো রানিং স্টুডেন্ট দিয়ে পরিচালনা করতে পারবেন না। কারণ, অনার্সের থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের একজন যদি পড়াশোনা বাদ দিয়ে সারাদেশে এ ধরনের কাজ করে বেড়ায় তাহলে সে তো পাসই করতে পারবে না।’

আরও পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতকে সমাবেশের অনুমতি — মুক্তিযুদ্ধের ইতিহাসে কালিমা লেপন বলছে ছাত্র ইউনিয়ন

তিনি বলেন, ‘আমার ফিজিকস ডিপার্টমেন্টের যে পড়াশোনা, সপ্তাহে চারদিন ল্যাব থাকে, তারপর সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্লাস করতে হবে। এই ক্লাসে বসে বসে সারাদেশে এসব নিয়ন্ত্রণ করা কী কোনোভাবে সম্ভব? এটি অবাস্তব বিষয়। স্বাভাবিকভাবে আপনাকে মাস্টার্স কিংবা ডাবল মাস্টার্স করতে হবে।’

রাবিব আরও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ট রানিং স্টুডেন্ট থাকতে হবে, এটা আমরা বিশ্বাস করি। এমনকি ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এ ব্যাপারে কঠোর রয়েছেন। ইতোমধ্যে আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ১৫০০ কমিটি দিয়েছি, যার সবই রানিং স্টুডেন্টের মাধ্যমে গঠন করা। সকল শিক্ষা প্রতিষ্ঠানেই কমিটি হবে রানিং স্টুডেন্ট দিয়ে। পর্যায়ক্রমে সেন্ট্রালের কমিটিতেও জুনিয়রদের প্রায়োরিটি দিয়ে কমিটি হবে।’

 


সর্বশেষ সংবাদ