অসুস্থ মানুষকে নিয়ে এভাবে নিউজ করতে পারে, প্রশ্ন ছাত্রদল সভাপতি রাকিবের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৪:২৬ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৮:৫১ AM
অসুস্থ থাকায় দুদিন ধরে দলীয় কোনো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। পরে গত শুক্রবার (৩০ মে) দুপুরে তাকে দল থেকে অব্যাহতি দেওয়ার গুঞ্জন উঠে। পরে অবশ্যই দল থেকে বিষয়টি পরিষ্কার করা হয়। শুক্রবার রাতে এক বিবৃতিতে ছাত্রদল জানায়, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অসুস্থ থাকায় দলীয় কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। তবে রবিবার (১ জুন) থেকে তিনি দলীয় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এদিকে, টানা তিনদিন বিশ্রামের পর আজ রবিবার দুপুরে অসুস্থ এক নারী কর্মীর খোঁজ খবর নিতে রাজধানীর একটি হাসপাতালে গিয়ে রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, আমি খুব অবাক হয়েছি যে, একজন অসুস্থ মানুষকে নিয়ে এভাবে নিউজ করতে পারে। আমি এগুলোতে অভ্যস্ত এ কারণে যে, বিগত সাড়ে ১৫ বছর অনেক কিছু পাড়ি দিয়ে এই জায়গায় এসেছি। এ কারণে এগুলো আমরা কেয়ার করিনা। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল এক ও ঐক্যবদ্ধ রয়েছি।
হাসপাতালে গিয়ে ওই নারী কর্মীর খোঁজ খবর নিয়ে সাংবাদিকদেরকে ব্রিফিংয়ের সময় রাকিব আরও বলেন, সর্বশেষ আমাদের তারুণ্যের সমাবেশের পর আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি। এর পরে যার কারণে গত শুক্রবার আমাদের দুইটি প্রোগ্রাম ছিল। আমার শরীর এত বেশি খারাপ ছিল যে, দুটি প্রোগ্রামের একটিতেও আমি অ্যাটেন্ড করতে পারিনি। পরবর্তীতে আমি পার্টির হাই কমান্ডকে জানিয়েছি বিষয়টি। তারা আমাকে বলেছেন, আমি যেন দুই থেকে তিন দিন রেস্ট নেই। এর আগে আমার বৃষ্টিতে ভেজা হয়েছে, এরপর আবার ভিজলে যদি আরো অসুস্থ হই সেই কারণে। সেই কারণে প্রোগ্রামে না যাওয়ার সিদ্ধান্ত ছিল, পরবর্তীতে প্রেস রিলিজ দিয়ে সেটি স্পষ্ট করা হয়।
আরও পড়ুন: ছাত্রদল ও বাম সংগঠনগুলোর কাছে আসা: কৌশলগত বন্ধুত্ব নাকি স্ববিরোধী অবস্থান?
তিনি বলেন, এক্ষেত্রে আমি শুধু একটি বিষয় বলতে চাই, আওয়ামী লীগের আমলে সাড়ে ১৫ বছরে কিছু মিডিয়া বিএনপি-ছাত্রদল ইস্যু পেলেই যেভাবে অতি উৎসাহী হয়ে প্রোপাগান্ডা ছড়িয়েছে। ভালো কাজে তাদের কোনো খবর থাকবেনা। অথচ সামান্য কিছু পেলে তারা নিউজ করে ফেলে। এগুলো খুবই দুঃখজনক। মিডিয়া হচ্ছে আমাদের প্রতিচ্ছবি, সততার প্রতিচ্ছবি। কিন্তু তারা পার্টির হাই কমান্ড থেকে কিছু না পেয়ে কেউ কেউ ইচ্ছামতো নিউজ করে দেয়।
রাকিবুল ইসলাম রাকিব আরও বলেন, আমি খুব অবাক হয়েছি যে, একজন অসুস্থ মানুষকে নিয়ে এভাবে নিউজ করতে পারে। আমি এগুলোতে অভ্যস্ত এ কারণে যে, বিগত সাড়ে ১৫ বছর অনেক কিছু পাড়ি দিয়ে এই জায়গায় এসেছি। এ কারণে এগুলো আমরা কেয়ার করিনা। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল এক ও ঐক্যবদ্ধ রয়েছি।